কৃৎ প্রত্যয়ঃ
বাংলা ভাষায় ব্যবহৃত কৃৎ প্রত্যয় ২ প্রকার- বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়।
বাংলা কৃৎ প্রত্যয়
প্রত্যয়
শব্দ গঠন
বিশেষ নিয়ম
শূণ্য প্রত্যয়
(প্রত্যয় ছাড়া কোনো ক্রিয়া প্রকৃতি বিশেষ্য বা বিশেষণ পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হলে সেখানে শূণ্য প্রত্যয় যুক্ত হয়েছে বলে ধরা হয়।)
জিত্
হার্
ধরপাকড় (ধর ও পাকড় একত্রে ব্যবহৃত হয়েছে)
অ
√ধর+অ= ধর
√মার+অ = মার
বি:দ্র: আধুনিক বাংলায় সর্বত্র অ-প্রত্যয় উচ্চারিত হয় না। যেমন- √হার+অ = হার্
দ্বিত্ব প্রয়োগ (আসন্ন সম্ভাব্যতা অর্থে) : √কাঁদ+অ = কাঁদকাঁদ
√মর+অ = মরমর
অন
(ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়)
√কাঁদ+অন = কাঁদন
√নাচ+অন = নাচন
√বাড়+অন= বাড়ন
√ঝুল+অন = ঝুলন
√দুল+অন = দোলন
ধাতুর শেষে ‘আ-কার’ থাকলে ‘ওন’ হয়। যেমন-
√খা+অন = খাওন
√ছা+অন = ছাওন
√দে+অন = দেওন
অনা
√দুল+অনা = দোলনা
√খেল+অনা = খেলনা
অনি/উনি
√চির+অনি = চিরনি ˃ চিরুনি
√বাঁধ+অনি = বাঁধুনি
√আঁট+অনি = আঁটুনি
অন্ত
(বিশেষণ গঠনে ব্যবহৃত হয়)
√উড়+অন্ত = উড়ন্ত
√ডুব+অন্ত = ডুবন্ত
অক
√মুড়+অক = মোড়ক
√ঝল+অক = ঝলক
আ
√পড়+আ = পড়া
√রাঁধ+আ = রাঁধা
√কেন+আ = কেনা?
√কাচ+আ = কাচা
√ফুট+আ = ফোটা?
আই
(ভাববাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়)
√চড়+আই = চড়াই
√সিল+আই = সিলাই
আও
(ভাববাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়)
√পাকড়+আও = পাকড়াও
√চ+আও = চড়াও
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।