এখন সহজ নিয়মে কারক নির্ণয় শিখে ফেলুন:
নিচের বাক্যটি খেয়াল কর:
মেসি ব্রাজিল থেকে টিকেট কিনে প্লেনে করে স্পেন গিয়ে ভাল অর্থ আর্ন করে কিছু অংশ দরিদ্র কে দিল।
আপনাকে বলা হল নিচের শব্দ গুলোর কারক নির্ণয় করতে :
মেসি, ব্রাজিল, প্লেন, স্পেন, টিকেট, দরিদ্র।
আপনার প্রথম কাজ: ক্রিয়া চিহ্নিত করা। কিনে, গিয়ে, খেলে, আর্ন করে, দিল —> এই সব গুলো এখানে ক্রিয়া।
মেসি এখানে সব কাজ করেছে। তাহলে আপনি মেসির সাথে যেকোন একটি ক্রিয়া নিন। মেসি দিল।
এখন আপনার দ্বিতীয় কাজ হল এই ক্রিয়া দিয়ে এমন প্রশ্ন করা যার উত্তর মেসি হয়। কে দিল? মেসি দিল। “কে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন তা হল কর্তৃকারক।
মেসি টিকেট কিনে। কি কিনে? টিকেট; “কি” অথবা “কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হল কর্মকারক।
প্লেনে করে স্পেন গেল। কি দ্বারা গেল? প্লেন দ্বারা। “কি দ্বারা” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হল করণ কারক।
দরিদ্র কে দিল। কাকে দিল? [একবারে দিয়ে দিল, ফেরত নিবে না। ] “কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হল সম্প্রদান কারক।
মেসি ব্রাজিল থেকে গেল। কোথা থেকে গেল? “থেকে”, “হতে”, “চেয়ে” দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক।
মেসি স্পেন গেল। কোথায় গেল? কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হবে।
আসলে কারক খুবই সহজ। কিন্তু বাক্যের উপস্থাপন আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে। যেমন:
সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? (সর্বাঙ্গে )
শিকারী বিড়াল গোফে চেনা যায়। (গোফে)
বোটা আলগা ফল গাছে থাকে না। (বোটা আলগা)
জিজ্ঞাসিব জনে জনে। (জনে জনে)
তিলে তেল আছে। (তিলে)
তিলে তেল হয়। (তিলে)
আপনি যদি বুঝতে পারেন বাক্যটি কি বুঝতে চাচ্ছে, আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।
সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? (সর্বাঙ্গে ) কোথায় ব্যথা — অধিকরণ কারক।
শিকারী বিড়াল গোফে চেনা যায়। (গোফে) কি দ্বারা, গোফ দ্বারা — করণ কারক।
বোটা আলগা ফল গাছে থাকে না। (বোটা আলগা) বোটা আলগা মানে বোটা থেকে আলগা — অপাদান কারক।
জিজ্ঞাসিব জনে জনে। (জনে জনে) কাকে জিজ্ঞাসিব — কর্ম কারক।
তিলে তেল আছে। (তিলে) কোথায় তেল আছে? — অধিকরণ কারক।
তিলে তেল হয়। (তিলে) কোথা থেকে তেল হয়? — অপাদান কারক।
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর