প্রকারভেদ: সমাস প্রধানত ৬ প্রকার-
দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব। তবে অনেকেই দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভূক্ত করে থাকেন। আবার অনেকে কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভূক্ত করে থাকেন। এছাড়াও কিছু অপ্রধান সমাসও রয়েছে। যেমন- প্রাদি, নিত্য সমাস প্রভৃতি।
কোন সমাস নির্ণয় করতে প্রথমে আপনাকে ব্যাসবাক্য জানতে হবে। ব্যাসবাক্য একটু পড়লে আপনি পারবেন। কঠিন অংশ হল সমাস নির্ণয় করা।
সমস্তপদের পূর্বপদ ও পরপদের প্রাধান্য দেখে চারটি সমাস নির্ণয় করা যায়। এ জন্য অনেকেই সমাস প্রধানত চার প্রকার মনে করেন: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব।
প্রথমে আমরা সমাসের কয়েকটি উদাহরণ দেখি:
সাদা ও কালো = সাদা-কালো
চার পায়ের সমাহার = চতুষ্পদী
কূলের সমীপে = উপকূল
দশ আনন যার = দশানন
বনে বাস = বনবাস
ন জানা = অজানা
পল মিশ্রিত অন্ন =পলান্ন
যে চালাক সেই চতুর = চালাকচতুর
বজ্রে্র ন্যায় কঠিন= বজ্রকঠিন
পুরুষ সিংহের ন্যয় = পুরুষসিংহ
মন রূপ মাঝি = মনমাঝি
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।