বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি অর্থনীতি

  • বেকার যুবক সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকার  চালু করেছেন কর্মসংস্থান ব্যাংক।
  • দ্যা ওরিয়্যান্টাল ব্যাংকের পূর্ব নাম আল-বারাকা ইসলামী ব্যাংক লিমিটেড।
  • পূবালী ব্যাংকের পূর্ব নাম দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশের বিশেষায়িত ব্যাংকগুলোর নাম বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড।
  • সোনালী ব্যাংকের পূর্ব নাম  ইউনাইটেড ব্যাংক লিমিটেড।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সোনালী ব্যাংকের প্রথম মহিলা উপব্যবস্থাপনা পরিচালক আনিসা হামেদ (প্রথম মহিলা এই পদে)।
  • ঢাকা স্টক এঙ্চেঞ্জ অন লাইন ট্রেডিং সিস্টেম চালু হয় কবে ১০ আগস্ট, ১৯৯৮ খ্রিস্টাব্দে।
  • ক্লিয়ারিং ও সেটেলমেন্ট পদ্ধতিকে প্রচলিত ভাষায়  বলে নোটিং পদ্ধতি।
  • প্রথম সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১০ টাকার নোট মুদ্রণ শুরু হয়  ১৯৮৯ খ্রিস্টাব্দে।
  • বাংলাদেশে  দশমিক মুদ্রা চালু হয় ১৯৬১ খ্রিস্টাব্দে।
  • ৫০ ও ১০০ টাকার নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
  • বাংলাদেশে প্রচলিত সর্বোচ্চমানের ব্যাংক নোটটি ১০০০ টাকার।
  • বাংলাদেশে প্রচলিত নোটগুলোর মধ্যে  বাংলাদেশ ব্যাংক-এর নোট নয় ১ ও ২ টাকার নোট।
  • বাংলাদেশে ১ টাকার ধাতব মুদ্রা চালু হয়  ৯ মে, ১৯৯৩ খ্রিস্টাব্দ।
  • বাংলাদেশে  বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় ১৯৭২ খ্রিস্টাব্দে।
  • বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক।
  • বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে বিরাষ্ট্রীয়করণ আরম্ভ করা হয় ১৯৮৩ খ্রিস্টাব্দ থেকে।
  • বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার মোট আমানতের বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় ২৫ অংশ।
  • সর্বপ্রথম দেশী-বিদেশী যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বেসরকারী ব্যাংক  আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
  • সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
  • বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস  ১০টি। এগুলো ঢাকার সদরঘাট, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, চট্টগাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ অবস্থিত।
  • নিকাশ ঘর’ হিসেবে  দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ ব্যাংক।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline