নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

সুশাসন নেই যেখানে দেশপ্রেম নেই।
গণতন্ত্র সফল করার পূর্বশর্ত : সুশাসন।
সঠিক দিয়ে নির্দেশনার অভাবে দায়িত্বশীলতা : অস্পষ্ট শব্দ।
সরকারের উদাসীনতার কারণে অচল শব্দ – কর্তব্যপরায়ণতা।
রাজনীতির চালিকা শক্তি ব্যবসা হলে : গণতন্ত্র রহিত হয়।
সুশাসন ধারণাটি সর্বজনীন নয়।
সুশাসন ধারণাটি সর্বজনীন না হওয়ার কারণ : এটি স্থান, কাল, পরিবেশ, জনসংখ্যা ভেদে আলাদা বলে।
ক্ষমতার অপব্যবহারের যৌক্তিক কারণ : ক্ষমতার কেন্দ্রিকতা।
জাতীয় ঐকমত্য সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে : সরকার।
সুশাসন প্রতিষ্ঠায় খুবই যৌক্তিক বিষয় শিক্ষা ও সচেতনতা।
দায়িত্বশীল না হওয়ার পেছনে যৌক্তিক কারণ হল : বেশির ভাগ লোকই সুবিধাবাদী ও আইনের শাসনের অভাব।
সুশাসনের মূল লক্ষ্য : জবাবদিহিতা।
মিডিয়ার স্বাধীনতা প্রয়োজন : প্রকৃত তথ্য জানার জন্য।
সুশাসনের মানদণ্ড হল : জনগণের সম্মিত ও সন্তুষ্টি।
সুশাসনের সমস্যা : কেন্দ্রীভূত ক্ষমতা চর্চা।
আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যাপক ব্যর্থতার ফলে উদ্ভব ঘটে : সুশাসনের ধারণার।
‘নাগরিকতা’ দ্বারা একটি বিশেষ গুণকে নির্দেশ করা হত : গ্রিসে।
প্রশাসনে দুর্নীতি হ্রাস সম্ভব : ন্যায়পাল ব্যবস্থার দ্বারা।
জনগণও স্বৈরাচারী সরকার কামনা করতে পারে : নৈরাজ্যকর পরিস্থিতিতে শান্তি বিঘ্নিত হলে।
সুশাসনকে জনগণ ও সরকারের Win win game বলার কারণ : এতে উভয়ের অংশগ্রহণ ঘটে এবং উভয়ের লাভ হয়।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline