নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য স্বচ্ছতা প্রয়োজন।
দুর্নীতি বৃদ্ধি, উন্নয়ন বাধাগ্রস্ত ও সমাজে অগ্রজদের দাপট বেড়ে যায় : দুর্নীতির বিচার না হলে।
রাষ্ট্র এবং জনগণের বাধাগ্রস্ত ও সমাজে অগ্রজদের দাপট বেড়ে যায় : দুর্নীতির বিচার না হলে।
রাষ্ট্র এবং জনগণের মধ্যে সম্পর্কের নির্দেশক : সুশাসন।
সুশাসন প্রতিষ্ঠা অত্যাবশ্যক : সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভৃতি সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য।
দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অদক্ষ নেতৃত্ব হল : সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা।
যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব, রাজনৈতিক জবাবদিহিতা ও আমলাতান্ত্রিক জবাবদিহিতা হল : সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত।
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা : দুর্নীতি।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় : দুর্নীতির কারণে।
গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যাপকভাবে আলোচিত হয় : সুশাসন।
সুশাসনের একটি সমস্যা : নেতার অভাব।
আইনের শাসন হল : সুশাসনের বৈশিষ্ট্য।
স্বৈরাচারের উৎপত্তি ঘটায় : সুশাসনের অনুপস্থিতি।
অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা হল : সুশাসন।
জনগণ, রাষ্ট্র প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় : সুশাসন।
সুশাসনের সমস্যা হল : কেন্দ্রীভূত ক্ষমতা চর্চা।
কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত : সুশাসন প্রতিষ্ঠা।
রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন : সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরমত সহিষ্ণুতা।
বর্তমান বিশ্বে সর্বাধিক গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা : গণতন্ত্র।
গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে : সুশাসন।
জনপ্রশাসনের একটি নব্য সংস্কৃতি : সুশাসন।
সমাজের ব্যাপক সম্মতির উপর নির্ভরশীল : সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি।
জনগণের মৌলিক অধিকার ও বাক-স্বাধীনতা রক্ষা পায় না : সুশাসন ছাড়া।
জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায় : সুশাসনের বিকাশ ঘটলে।
সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি : আইনের অনুশাসন।
আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নির্ভর করে : সুশাসন প্রতিষ্ঠার উপর।
অধিকাংশ উন্নয়নশীল দেশে সুশাসনের অন্তরায় : রাজনৈতিক অস্থিরতা।
উন্নয়নশীল দেশে আমলারা স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে থাকেন : রাজনৈতিক দুর্বলতার কারণে।
সুশাসনের পথে সরাসরি বাধা : দুর্নীতি।
দুর্নীতি, নোংরা রাজনীতি এবং সংকীর্ণ স্বার্থ ও সামাজিক সমস্যা জন্ম দেয় : সন্ত্রাসবাদ।
জনমতের ভিত্তিতে পরিচালিত শাসন : গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলকথা।
সুশাসন নিশ্চিত করতে পারে না : আহত গণতন্ত্র।
বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত নয় : বিচারকদের দুর্নীতি।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline