(BCS প্রিলিমিনারিতে বীজগাণিতিক সূত্র, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ থেকে সর্বোচ্চ ০৩ নম্বর থাকবে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এ অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকে)
সরলীকরণে প্রথমে করবেন ব্র্যাকেটের কাজ; তারপর ক্রমান্বয়ে করবেন ঘাত, এর, গুণ, ভাগ, যোগ ও বিয়োগ।
2x + 4(5 + 2) + 32 – (3 + 4/2)
= 2x + 4(5+2) + 9 – (3 + 4/2)
= 2x + 4×7+ 9 – (3+2)
= 2x + 28 + 9 -5
= 2x + 32
মনে রাখবেন, একই প্রজাতির অজ্ঞাত রাশি যোগ ও বিয়োগ করা যাবে।
যেমন,
3x + 6x = 9x
3x2+ 6x + 4x2= 7x2+ 6x; x2 এর সাথে x2 যোগ কিংবা বিয়োগ হবে কিন্তু x2 এর সাথে x এর যোগ ও বিয়োগ হবে না।
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর