গসাগু বের করার নিয়মঃ
প্রথমত সংখ্যা গুলোর মৌলিক গুণনীয়ক গুলো লেখি । তারপর সংখ্যা গুলোর সাধারণ মৌলিক গুণনীয়ক হবে নির্ণেয় গসাগু।
যেমনঃ ২৪ ও ৪৮ এর গসাগু হলঃ
২৪=৩ x ২x ২ x ২
৪৮= ৩ x২x২x২x২
সুতরাং, নির্ণেয় গসাগু= ৩x২x২x২=২৪
লসাগু বের করার নিয়মঃ
প্রথমত সংখ্যা গুলোর মৌলিক গুণনীয়ক গুলো লেখি। তারপর মৌলিক গুণনীয়ক গুলি হতে প্রত্যেকটি সরবোচ্চ কত বার আছে তা নিয়ে গুন ফল হল নির্ণেয় লসাগু ।
২৪ ও ৩৬ এর মৌলিক গুণনীয়ক গুলো হলঃ
২৪=৩ x২x ২ x২
৩৬=৩ x৩ x২x২x২
এখানে, ৩ সরবোচ্চ দুইবার এবং ২ সর্বোচ্চ ৩ বার আছে ।
অর্থাৎ নির্ণেয় লসাগু= ৩ x৩ x২x২x২ x২
ল,সা,গু ও গ, সা, গু এর নিয়ম
১. ভগ্নাংশের লসাগু = লবগুলোর লসাগু / হরগুলো গসাগু
২. ভগ্নাংশের গসাগু=লবগুলোর গসাগু/হরগুলোর লসাগু
৩. দুটি সংখ্যার গুনফল = দুটি সংখার লসাগু x গসাগু
৪. লসাগু = সংখ্যাদুটির গুনফল / গসাগু
৫. গসাগু= সংখ্যাদুটির গুনফল / লসাগু
৬. একটি সংখ্যা = (লসাগু x গসাগু) / প্রদত্ত সংখ্যা
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর