একজন দৌড়বিদ ৪০০মিটার বিশিষ্ট গোলাকার ট্রেকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান : ১ চক্কর দৌড়ালে ৪০০ মিটার  হয়।

∴ ২৪ চক্কর দৌড়ালে দূরত্ব হবে (৪০০×২৪) মিটার বা ৯৬০০ মিটার বা ৯ কিলোমিটার ৬০০ মিটার।

অতএব, দৌড়বিদ ৯ কিলোমিটার ৬০০ মিটার দৌড়াল।

——–

 

১ মেট্রিকটন চাল ৬৪ জন শম্রিকের মধ্যে ̈সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?

১ মেট্রিকটন = ১০০০কেজি

৬৪  জন  শ্রমিক  পায় ১০০০ কেজি চাল

∴ ১ ,,      ,,       ,,   ১০০০/৬৪  কেজি চাল

=১৫ কেজি ৬২৫ গ্রাম চাল

∴ প্রত্যেক শ্রমিক ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল পাবে ।

 

—————

একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার এবং

কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে?

 

চৌবাচ্চাটির দৈর্ঘ্য  = ৩ মিটার , প্রস্থ = ২ মিটার এবং উচ্চতা = ৪ মিটার

∴ চৌবাচ্চাটির আয়তন = (৩×২×৪) ঘনমি.  = ২৪ ঘনমি.

= ২৪০০০০০০ঘনসে.মি

=২৪০০০ লিটার [১০০০ঘনসে.মি.=১লিটার]

১লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম।

∴ ২৪০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন ২৪০০০ কিলোগ্রাম।

অতএব,চৌবাচ্চাটিতে ২৪০০০লিটার পানি ধরবে এবং এর ওজন ২৪০০০কিলোগ্রাম।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline