Can – এর ব্যবহার :

“Can” is one of the most commonly used modal verbs in English. It can be used to express ability or opportunity, to request or offer permission, and to show possibility or impossibility.

(Can) এটি সামর্থ্যকে বুঝায়। অর্থ (করতে, যেতে, খেতে ইত্যাদি) পারি

Examples:

I can ride a horse. ability

We can stay with my brother when we are in Paris. opportunity

She cannot stay out after 10 PM. permission

Can you hand me the stapler? request

Any child can grow up to be president. Possibility

Can দিয়ে Informal request (অর্থাৎ লৌকিকতা বর্জিত বা ঘরোয়া আলোচনায় বলা কথা) বোঝানো যায়।

Can I sit here?

Ability সামর্থ্য. in the present

Rob can speak English fluently (রব অনর্গল ইংরেজী বলতে পারে)

I can run fast (আমি দ্রুত দৌড়াতে পারি)

Permission অনুমতি). in the present

Can I go to the toilet? (আমি কি শৌচাগারে যেতে পারি ?)

Request অনুরোধ

Can you give me a book? (আপনি কি আমাকে একটা বই দিতে পারেন ?)

সম্ভাবনা

It can get very cold in London (লন্ডনে খুব ঠান্ডা পরতে পারে)

Could

“Could” is used to express possibility or past ability as well as to make suggestions and requests. “Could” is also commonly used in conditional sentences as the conditional form of “can.”

Can এর past form হল Could – এটি অতীতে সামর্থ বুঝায়। অর্থ (করতে, যেতে, খেতে ইত্যাদি) পারতাম।

Examples:

Extreme rain could cause the river to flood the city. possibility

Nancy could ski like a pro by the age of 11. past ability

You could see a movie or go out to dinner. suggestion

Could I use your computer to email my boss? request

We could go on the trip if I didn’t have to work this weekend. Conditional

Could – এর ব্যবহার :

Ability (সামর্থ্য. in the past

এটি Past Ability বা অতীত সামর্থ বোঝাতে ব্যবহার করা যায়।

I could run fast (when I was young) (আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম)

I could sing song (আমি গান গাইতে পারতাম)

When your grandmother was young she could dance very well. –( যখন তোমার দাদীমা যুবতী ছিলেন তিনি খুব ভাল নাচতে পারতেন)

অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি—

You could have done the work

I could have beaten you

Suggestion বা পরামর্শ

এটি Suggestion বা পরামর্শ দিতেও ব্যবহার করা যায়।

যেমন: You could buy a new car. – তুমি নতুন একটি গাড়ি কিনতে পারতে।

সম্ভাবনা

এটি possibility বা সম্ভাবনা বোঝাতেও ব্যবহার করা যায়।

Rasel isn’t home yet, he could still be working – রাসেল এখনও বাড়ি ফেরেনি, সে সম্ভবত এখনও কাজ করছে।

It could get very hot in Dhaka (ঢাকায় খুব গরম পরতেও পারে)

(সম্ভাবনা), in the future

I could go to London (next week) (আমি আগামী সপ্তাহে লন্ডন যেতেও পারি)

কাল্পনিক

এটি কাল্পনিক চাওয়া বোঝাতেও ব্যবহৃত হয়।

যেমন: আপনি বান্দরবনে গেলেন। সবুজ পাহাড়ের মাঝের স্নিগ্ধ গ্রামে গিয়ে আপনি চেচিয়ে উঠলেন – I could stay here for my life. – আমি এখানে সারা জীবন থেকে যেতে পারব।

Polite request ভদ্রোচিত অনুরোধ

এটি Polite request বা বিনয়ের সাথে অনুরোধ করতেও ব্যবহৃত হয়।

Could you give me a glass of water? – এক গ্লাস পানি দিতে পারবেন/দেবেন?

Could you give me a pen? (আপনি কি আমাকে একটা কলম দিতে পারবেন ?)

Could you wait for me? (আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন ?)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline