বিসিএস প্রিলিমিনারি আর্ন্তজাতিক বিষয়াবলি খেলাধুলা

ব্যাডমিন্টন খেলার গুরুত্বপূর্ণ তথ্য

> ব্যাডমিন্টন খেলার জন্ম : ১৮৬০ সালে।

> ব্যাডমিন্টন খেলার উৎপত্তি : ইংল্যান্ডে।

> ব্যাডমিন্টন (একক) কোর্টের মাপ : ৪৪ ফুট * ১৭ ফুট।

> ব্যাডমিন্টন (দ্বৈত) কোর্টের মাপ : ৪৪ ফুট * ২০ ফুট।

> ব্যাডমিন্টন নেটের প্রস্ত’ : ২১/২ ফুট।

> BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শুরু হয় : ১৯৭৭ সালে।

> ব্যাডমিন্টন কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হয় : ১৯৬৬ সালে।

> ব্যাডমিন্টন অলিম্পিকে অন্তর্ভূক্ত হয় : ১৯৯২ সালে।

> মাটি থেকে ব্যাডমিন্টন নেটের উচ্চতা : ৫ ফুট।

> ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF ) গঠিত হয় : ১৯৩৪ সালে (সদর দপ্তর কুয়ালালামপুর, মালয়েশিয়া)।

> পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : টমাস কাপ।

> বিশ্ব ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : উবের কাপ।

> থমাস কাপ, টেঙ্কু আবদুর রহমান কাপ, বিশ্বকাপ, ইয়োনেক্স কাপ ট্রফিগুলো কোন খেলার সাথে জড়িত : ব্যাডমিন্টন।

> স্মেশ কথাটা ব্যবহৃত হয় : ব্যাডমিন্টন খেলায়।

> উবের কাপ শুরু হয় : ১৯৫৬ সালে।

> ব্যাডমিন্টন ‘গ্রান্ডেম্লাম’ বিজয়ী প্রথম খেলোয়াড় : ইন্দোনেশিয়ার সুশি সুসান্তি।

টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট এর তথ্যঃ

> প্রথম স্বীকৃত টুয়েন্টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় : ২০০৫ সালে (অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে)।

> প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় : ১১-২৪ সেপ্টেম্বর ২০০৭, দক্ষিণ আফ্রিকা।

> আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান : ক্রিস গেইল (২০০৭)।

> আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিককারী বোলার : ব্রেট লি (২০০৭)।

> তৃতীয় টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন : ইংল্যান্ড (রানার্সআপ অষ্ট্রেলিয়া)।

> প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন : ভারত (রানার্সআপ পাকিস্তান)।

> টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় বছর পর পর : দুই বছর।

> চতুর্থ টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে : শ্রীলংকায়, ২০১২ সালে।

> টুয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক রানের অধিকারী : মাহেলা জয়াবর্ধানে (শ্রীলংকা)।

> টুয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারী : শহীদ আফ্রিদি (পাকিস্তান)।

এশিয়া কাপ ক্রিকেট

> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC ) প্রতিষ্ঠাতা লাভ করে : ১৯৮৩ সালে।

> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC )-এর সদস্য : ২২টি।

> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC )-এর সদর দপ্তর : কুয়ালামপুর, মালয়েশিয়া।

> প্রথম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে (চ্যাম্পিয়ন ভারত)।

> ২০১০ সালে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় : ভারতে।

১৯তম বিশ্বকাপ ফুটবল ২০১০:

> ১৯তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১১ জুন-১১ জুলাই ২০১০; দক্ষিণ আফ্রিকা।

> ১৯তম বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় : ১১ জুলাই ২০১০, জোহানেসবার্গ (সকার সিটি স্টেডিয়াম)

> ১৯তম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : স্পেন (রানার্সআপ নেদারল্যান্ডস)।

> ২০১০ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘এডিডাস গোল্ডেন বল’ লাভ করেন : দিয়েগো ফোরলান, উরুগুয়ে।

> ২০১০ সালের বিশ্বকাপের সেরা গোলদাতার পুরষ্কার ‘এডিডাস গোল্ডেন সু’ লাভ করেন : থমাস মুলার, জার্মানি (৫টি গোল)।

> ২০১০ সালের সেরা তরুণ বা উদীয়মান ফুটবলার : থমাস মুলার, জার্মানি।

> ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল করেন : সিফিউই শাবালালা।

> ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন : গঞ্জালো হিগুয়াইন।

 

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline