বিসিএস প্রিলিমিনারি আর্ন্তজাতিক বিষয়াবলি খেলাধুলা

কাবাডি খেলার গুরুত্বপূর্ণ তথ্য :

> কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় : ভারতে।

> কাবাডি খেলায় প্রতিদলে খেলোয়াড় : ১২ জন।

> প্রথম এশিয়ান কাবাডি টুনামেন্ট অনুষ্ঠিত হয় : কোলকাতায় (১৯৮০ সালে)।

> এশিয়ান গেমসে প্রথম কাবাডি অন্তভূর্ক্ত হয় : ১৯৯০ সালে।

> কাবাডি খেলা সাফ গেমসের অন্তর্ভূক্ত করা হয় : ঢাকা সাফ গেমসে (১৯৮৫ সালে)।

> বাংলাদেশের জাতীয় খেলার নাম : কাবাডি।

> কাবাডি খেলায় মাঠের পরিমাপ : ১২.৫ মিটার বাই ১০ মিটার।

> কাবাডি খেলায় ব্যবহৃত শব্দ : লোনা, লবি ইত্যাদি।

> প্রথম বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হয় : ১৯-২১ নভেম্বর ২০০৪; ভারতে।

> প্রথম বিশ্বকাপ কাবাডিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় : যথাক্রমে ভারত ও ইরান।

জিমন্যাষ্টিক:

>আন্তর্জাতিক জিমন্যাষ্টিক ফেডারেশন গঠিত হয় : ১৮৮১ সালে লেইজ, বেলজিয়াম।

>জিমন্যাষ্টিক অলিম্পিকের অন্তর্ভূক্ত হয় : ১৮৯৬ সালে।

সাঁতার:

>সাঁতারকে একটি খেলা হিসেবে পরিচিত করেন : জাপানের সম্রাট সুইজিন (৩৬ খ্রিষ্টপূর্বাব্দে)।

>সর্বপ্রথম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : ১৮৪৬ সালে অষ্ট্রেলিয়ার সিডনিতে।

>অলিম্পিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো সাঁতার অন্তর্ভূক্ত হয় : ১৮৯৬ সালে, এথেন্সে।

>আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার নিয়ন্ত্রণ করে : Federation International de Nation Amateure.

>অলিম্পিক সাঁতার প্রতিযোগিতায় নারীরা অংশ নেয় : ১৯১২ সালে।

>আন্তর্জাতিক সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হয় : ১৯৭৩ সালে।

>বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জয় করেন : সাবেক পূর্ব জার্মানির এন্ডার।

>অলিম্পিক সাঁতারে সর্বাপেক্ষা বেশি স্বর্ণ পদক জয় করেন : মাইকেল ফেলপস (১৪টি)

>সর্বপ্রথম ডুব সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিল : ফ্রেড ব্যালডাসারে (মার্কিন যুক্তরাষ্ট্র)।

>সর্বপ্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন : ম্যাথিউ ওয়েব (ইংল্যান্ড), ১৮৭৫ সালে।

>সর্বপ্রথম (নারী) ইংলিশ চ্যানেল পাড়ি দেন : গারট্রডে এডারলে (মার্কিন যুক্তরাষ্ট্র), ১৯২৬ সালে।

>অলিম্পিক সাঁতারে প্রথম স্বর্ণবিজয়ী : আলফ্রেড হ্যাজাস (হাঙ্গেরি), ১৮৯৬ সালে।

>সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেন : বোনোই লেকোমতে, তিনি ফ্রান্সের নাগরিক।

ভলিবল খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> ভলিবল খেলার উৎপত্তি : আমেরিকায়।

> ভলিবল কোর্টের মাপ : ৬০ ফুট ক্ম ৩০ ফুট।

> মাটি থেকে ভলিবলের নেটের উচ্চতা : ৮ ফুট (প্রায়)।

> ভলিবল খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে : ৬ জন।

> অলিম্পিকে ভলিবল অন্তর্ভূক্ত করা হয় : ১৯৬৪ সালে।

> ভলিবল বিশ্ব লিগ শুরু হয় : ১৯৯০ সালে।

> ভলিবল ওয়াল্ড গ্রান্ড চ্যাম্পিয়নস কাপ শুরু হয় : ১৯৯৩ সালে।

> ভলিবল বিশ্বকাপ শুরু হয় : ১৯৬৫ সালে।

> ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় : ১৯৪৯ সালে (অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর)।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline