অস্কার পুরস্কার ২০১৫ঃ
-অস্কার ২০১৬: সেরা চলচ্চিত্র- স্পটলাইট,
-সেরা অভিনেতা- লিওনার্দো ডি ক্যাপ্রিও,
-সেরা অভিনেত্রী -ব্রি লার্সন,
অস্কার পুরস্কার বিস্তারিতঃ
একাডেমি পুরস্কার (ইংরেজী: Academy Award) বা অস্কার (Oscar) হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা,
এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়। যে আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে পুরষ্কারগুলো প্রদান করা হয় তা পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দলভুক্ত। তাছাড়া এটি গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা বিশ্বে সর্বাধিক
সংখ্যক মানুষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন।
এক নজরে অস্কার পুরস্কার
বিশ্ব চলচ্চিত্রে সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার
অন্য নাম একাডেমি পুরস্কার
পুরস্কার প্র্দানকারী প্রতিষ্ঠান-একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (AMPAS)
পুরস্কার এর ক্যাটগরি-২৪ টি
প্রথম বাঙালি হিসেবে অস্কার পুরস্কার জয় করেন-সত্যজিত রায়
প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার পুরস্কার জয় করেন-নাফিস বিন জাফর ২০০৭ সালে বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে
কান চলচ্চিত্র উত্সব:
কান চলচ্চিত্র পুরস্কার প্রতিবছর মে মাসে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। ১৯৪৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার চলচ্চিত্র অঙ্গনে সবচে’ জমকালো এবং সম্মানিত পুরস্কার বলে গণ্য।
২০১৫ সালের ১৩ থেকে ২৪ই মে ৬৮ তম কান চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হল। এবার সর্বোচ্চ পুরস্কার Palme d’Or পেল রণক্লান্ত এক তামিল গেরিলার ফ্রান্সে গিয়ে বসত গড়ার গল্প নিয়ে তৈরি ফরাসি চলচ্চিত্র ‘ধিপান’ (Dheepan)
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর