বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলি পদক

নোবেল পুরস্কার সম্পর্কে আরও জানুন-

নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল

নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল (১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)

প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে(পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)

প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা-

-(১) পদার্থবিজ্ঞানঃ উইলহেন কনরাড রন্টজেন(জার্মানি)

-(২) রসায়নঃ জোকেবাসভ্যান্ট হফ (নেদারল্যান্ড)

-(৩) চিকিৎসাঃ এ মিলফন বিহরিং (জার্মানি)

-(৪) শান্তিতে ২ জনঃ (ক) হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (খ) ফ্রেডারিক পাসি (ফ্রান্স)

-(৫) সাহিত্যঃ সুলি প্রধোম (ফ্রান্স)

বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে (পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে।

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়- ১৯৬৯ সালে

১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান ২  জনঃ (ক) র‍্যাগনার ফ্রিস(জার্মানি) ও (খ) জন টিনবার্গেন (নেদারল্যান্ডস)

প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর

নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার

মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পান-ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)

দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান-বার্ট্রেন্ড রাসেল(ব্রিটেন) (১৯৫০সালে)

নোবেল বিজয়ী বাঙালি কতজন-৩জন

সবচেয়ে কম বয়সে নোবেল পান- মালালা ইউসূফজাই (পাকিস্তান)

সবচেয়ে বেশি বয়সে নোবেল পান-লিওনিদ হারউইচ (যুক্তরাষ্ট্রের) ৯০ বছর বয়সে।

এই পর্যন্ত মরণোত্তর নোবেল পান-২ জন

নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :

(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)-শান্তি

(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)-সাহিত্য

(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)-পদার্থ, রসায়ন ও অর্থনীতি

(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)-চিকিৎসা শাস্ত্র

* শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়-নরওয়েতে

-এই পর্যন্ত নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)

-শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline