নোবেল পুরস্কার সম্পর্কে আরও জানুন-
নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল
নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল (১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)
প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে(পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)
প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা-
-(১) পদার্থবিজ্ঞানঃ উইলহেন কনরাড রন্টজেন(জার্মানি)
-(২) রসায়নঃ জোকেবাসভ্যান্ট হফ (নেদারল্যান্ড)
-(৩) চিকিৎসাঃ এ মিলফন বিহরিং (জার্মানি)
-(৪) শান্তিতে ২ জনঃ (ক) হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (খ) ফ্রেডারিক পাসি (ফ্রান্স)
-(৫) সাহিত্যঃ সুলি প্রধোম (ফ্রান্স)
বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে (পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে।
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়- ১৯৬৯ সালে
১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান ২ জনঃ (ক) র্যাগনার ফ্রিস(জার্মানি) ও (খ) জন টিনবার্গেন (নেদারল্যান্ডস)
প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর
নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার
মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পান-ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)
দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান-বার্ট্রেন্ড রাসেল(ব্রিটেন) (১৯৫০সালে)
নোবেল বিজয়ী বাঙালি কতজন-৩জন
সবচেয়ে কম বয়সে নোবেল পান- মালালা ইউসূফজাই (পাকিস্তান)
সবচেয়ে বেশি বয়সে নোবেল পান-লিওনিদ হারউইচ (যুক্তরাষ্ট্রের) ৯০ বছর বয়সে।
এই পর্যন্ত মরণোত্তর নোবেল পান-২ জন
নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :
(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)-শান্তি
(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)-সাহিত্য
(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)-পদার্থ, রসায়ন ও অর্থনীতি
(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)-চিকিৎসা শাস্ত্র
* শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়-নরওয়েতে
-এই পর্যন্ত নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)
-শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।