ডেভিড চুক্তির প্রতিক্রিয়া ছিল- মিশরকে আরব লীগ ও ওআই সি থেকে বহিস্কার।
ক্যাম্প ডেভিড অবস্থিত- যুক্তরাষ্ট্রে।
হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা ।
হাভানা সনদে স্বাক্ষর করে- ৫টি দেশ ।
এনপিটি চুক্তির উদ্দেশ্য – পারমানবিক অস্ত্র বিস্তার রোধ ।
এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়-১৯৬৮ সালে ।
এনপিটি চুক্তি কার্যকর হয়- ১৯৭০ সালে।
এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে-১৭০ টি দেশ।
ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয়-চেনজেন চুক্তির মাধ্যমে
আমেরিকার স্বাধীনতা চুক্তিটি পরিচিত- প্রথম ভার্সাই চুক্তি নামে ।
প্রথম ভার্সাই চুক্তির ফলাফল ছিল-আমেরিকার স্বাধীনতা অর্জন।
দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল- জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা।
দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল ছিল-জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়।
সিটিবিটি চুক্তির লক্ষ্য ছিল- পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ অনুমোদন করে-১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে – অস্ট্রেলিয়া।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।