আরো জানুন
আটলান্টিক সনদ স্বাক্ষর হয়-যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডএর মধ্যে
আটলান্টিক সনদের মূল লক্ষ্য ছিল-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা।
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন-ফ্রাংকলিন র্বজভেল্ট।
আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে স্বাক্ষর করেন- উইনস্টর চার্চিল।
সিমলা চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন-শ্রীমতি ইন্দিরা গান্ধী।
সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন- জুলফিকার আলী ভুট্টা।
শিমলা চুক্তির উদ্দেশ্য -প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।
শিমলা অবস্থিত- ভারতে।
ডেটন চুক্তির ফলে-বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান ঘটে।
ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র।
তাসখন্দ চুক্তির লক্ষ্য ছিল-ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান।
জেনেভা চুক্তির ফলাফল ছিল- ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন।
জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ -৫টি।
জেনেভা কনভেনশনের লক্ষ্য -যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ।
ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য ছিল-মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।