বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

ব্যাডমিন্টন খেলার গুরুত্বপূর্ণ তথ্য

> ব্যাডমিন্টন খেলার জন্ম : ১৮৬০ সালে।

> ব্যাডমিন্টন খেলার উৎপত্তি : ইংল্যান্ডে।

> ব্যাডমিন্টন (একক) কোর্টের মাপ : ৪৪ ফুট * ১৭ ফুট।

> ব্যাডমিন্টন (দ্বৈত) কোর্টের মাপ : ৪৪ ফুট * ২০ ফুট।

> ব্যাডমিন্টন নেটের প্রস্ত’ : ২১/২ ফুট।

> BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শুরু হয় : ১৯৭৭ সালে।

> ব্যাডমিন্টন কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হয় : ১৯৬৬ সালে।

> ব্যাডমিন্টন অলিম্পিকে অন্তর্ভূক্ত হয় : ১৯৯২ সালে।

> মাটি থেকে ব্যাডমিন্টন নেটের উচ্চতা : ৫ ফুট।

> ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF ) গঠিত হয় : ১৯৩৪ সালে (সদর দপ্তর কুয়ালালামপুর, মালয়েশিয়া)।

> পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : টমাস কাপ।

> বিশ্ব ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : উবের কাপ।

> থমাস কাপ, টেঙ্কু আবদুর রহমান কাপ, বিশ্বকাপ, ইয়োনেক্স কাপ ট্রফিগুলো কোন খেলার সাথে জড়িত : ব্যাডমিন্টন।

> স্মেশ কথাটা ব্যবহৃত হয় : ব্যাডমিন্টন খেলায়।

> উবের কাপ শুরু হয় : ১৯৫৬ সালে।

> ব্যাডমিন্টন ‘গ্রান্ডেম্লাম’ বিজয়ী প্রথম খেলোয়াড় : ইন্দোনেশিয়ার সুশি সুসান্তি।

টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট এর তথ্যঃ

> প্রথম স্বীকৃত টুয়েন্টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় : ২০০৫ সালে (অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে)।

> প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় : ১১-২৪ সেপ্টেম্বর ২০০৭, দক্ষিণ আফ্রিকা।

> আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান : ক্রিস গেইল (২০০৭)।

> আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিককারী বোলার : ব্রেট লি (২০০৭)।

> তৃতীয় টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন : ইংল্যান্ড (রানার্সআপ অষ্ট্রেলিয়া)।

> প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন : ভারত (রানার্সআপ পাকিস্তান)।

> টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় বছর পর পর : দুই বছর।

> চতুর্থ টুয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে : শ্রীলংকায়, ২০১২ সালে।

> টুয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক রানের অধিকারী : মাহেলা জয়াবর্ধানে (শ্রীলংকা)।

> টুয়েন্টি২০ বিশ্বকাপে ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারী : শহীদ আফ্রিদি (পাকিস্তান)।

এশিয়া কাপ ক্রিকেট

> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC ) প্রতিষ্ঠাতা লাভ করে : ১৯৮৩ সালে।

> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC )-এর সদস্য : ২২টি।

> এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC )-এর সদর দপ্তর : কুয়ালামপুর, মালয়েশিয়া।

> প্রথম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে (চ্যাম্পিয়ন ভারত)।

> ২০১০ সালে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় : ভারতে।

১৯তম বিশ্বকাপ ফুটবল ২০১০:

> ১৯তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১১ জুন-১১ জুলাই ২০১০; দক্ষিণ আফ্রিকা।

> ১৯তম বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় : ১১ জুলাই ২০১০, জোহানেসবার্গ (সকার সিটি স্টেডিয়াম)

> ১৯তম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : স্পেন (রানার্সআপ নেদারল্যান্ডস)।

> ২০১০ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘এডিডাস গোল্ডেন বল’ লাভ করেন : দিয়েগো ফোরলান, উরুগুয়ে।

> ২০১০ সালের বিশ্বকাপের সেরা গোলদাতার পুরষ্কার ‘এডিডাস গোল্ডেন সু’ লাভ করেন : থমাস মুলার, জার্মানি (৫টি গোল)।

> ২০১০ সালের সেরা তরুণ বা উদীয়মান ফুটবলার : থমাস মুলার, জার্মানি।

> ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল করেন : সিফিউই শাবালালা।

> ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন : গঞ্জালো হিগুয়াইন।

 

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline