📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

কাবাডি খেলার গুরুত্বপূর্ণ তথ্য :

> কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় : ভারতে।

> কাবাডি খেলায় প্রতিদলে খেলোয়াড় : ১২ জন।

> প্রথম এশিয়ান কাবাডি টুনামেন্ট অনুষ্ঠিত হয় : কোলকাতায় (১৯৮০ সালে)।

> এশিয়ান গেমসে প্রথম কাবাডি অন্তভূর্ক্ত হয় : ১৯৯০ সালে।

> কাবাডি খেলা সাফ গেমসের অন্তর্ভূক্ত করা হয় : ঢাকা সাফ গেমসে (১৯৮৫ সালে)।

> বাংলাদেশের জাতীয় খেলার নাম : কাবাডি।

> কাবাডি খেলায় মাঠের পরিমাপ : ১২.৫ মিটার বাই ১০ মিটার।

> কাবাডি খেলায় ব্যবহৃত শব্দ : লোনা, লবি ইত্যাদি।

> প্রথম বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হয় : ১৯-২১ নভেম্বর ২০০৪; ভারতে।

> প্রথম বিশ্বকাপ কাবাডিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় : যথাক্রমে ভারত ও ইরান।

জিমন্যাষ্টিক:

>আন্তর্জাতিক জিমন্যাষ্টিক ফেডারেশন গঠিত হয় : ১৮৮১ সালে লেইজ, বেলজিয়াম।

>জিমন্যাষ্টিক অলিম্পিকের অন্তর্ভূক্ত হয় : ১৮৯৬ সালে।

সাঁতার:

>সাঁতারকে একটি খেলা হিসেবে পরিচিত করেন : জাপানের সম্রাট সুইজিন (৩৬ খ্রিষ্টপূর্বাব্দে)।

>সর্বপ্রথম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : ১৮৪৬ সালে অষ্ট্রেলিয়ার সিডনিতে।

>অলিম্পিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো সাঁতার অন্তর্ভূক্ত হয় : ১৮৯৬ সালে, এথেন্সে।

>আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার নিয়ন্ত্রণ করে : Federation International de Nation Amateure.

>অলিম্পিক সাঁতার প্রতিযোগিতায় নারীরা অংশ নেয় : ১৯১২ সালে।

>আন্তর্জাতিক সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হয় : ১৯৭৩ সালে।

>বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জয় করেন : সাবেক পূর্ব জার্মানির এন্ডার।

>অলিম্পিক সাঁতারে সর্বাপেক্ষা বেশি স্বর্ণ পদক জয় করেন : মাইকেল ফেলপস (১৪টি)

>সর্বপ্রথম ডুব সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিল : ফ্রেড ব্যালডাসারে (মার্কিন যুক্তরাষ্ট্র)।

>সর্বপ্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন : ম্যাথিউ ওয়েব (ইংল্যান্ড), ১৮৭৫ সালে।

>সর্বপ্রথম (নারী) ইংলিশ চ্যানেল পাড়ি দেন : গারট্রডে এডারলে (মার্কিন যুক্তরাষ্ট্র), ১৯২৬ সালে।

>অলিম্পিক সাঁতারে প্রথম স্বর্ণবিজয়ী : আলফ্রেড হ্যাজাস (হাঙ্গেরি), ১৮৯৬ সালে।

>সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেন : বোনোই লেকোমতে, তিনি ফ্রান্সের নাগরিক।

ভলিবল খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> ভলিবল খেলার উৎপত্তি : আমেরিকায়।

> ভলিবল কোর্টের মাপ : ৬০ ফুট ক্ম ৩০ ফুট।

> মাটি থেকে ভলিবলের নেটের উচ্চতা : ৮ ফুট (প্রায়)।

> ভলিবল খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে : ৬ জন।

> অলিম্পিকে ভলিবল অন্তর্ভূক্ত করা হয় : ১৯৬৪ সালে।

> ভলিবল বিশ্ব লিগ শুরু হয় : ১৯৯০ সালে।

> ভলিবল ওয়াল্ড গ্রান্ড চ্যাম্পিয়নস কাপ শুরু হয় : ১৯৯৩ সালে।

> ভলিবল বিশ্বকাপ শুরু হয় : ১৯৬৫ সালে।

> ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় : ১৯৪৯ সালে (অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর)।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved