
বাংলাদেশে বসতবাড়িতে ২২০ ভোল্টের তড়িৎ ব্যবহৃত হয।
তড়িৎ প্রাবাহের প্রচলিত দিক হচ্ছে ধনত্বক বিভবযুক্ত পাত হতে ঋণাত্বক পাতের দিকে।
কর্ণফুলি জলবিদ্যুৎ স্টেশনের বিদ্যুৎ উৎপাদনের জন্য ৫টি টারাবাইন আছে।
বৈদ্যুতিক বাল্ব আবিস্কার করেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন।
ইলকেট্রনক্সি টেকেনোলজি
ট্রানজিষ্টর আবিস্কার সময় থেকে ইলেকট্রনিক্সের যাত্রা শুরু।
এটমের নাম দেন ডেমোক্রিটাস।
১৮০৩ সালে ডাল্টন এটম এর নতুন ধারণা দেন।
. নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন সমন্বয়ে গঠিত।
প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত বা ইলেকট্রনের চার্জের সমান। ১৯১৯ সালে প্রোটন আবিস্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড।
নিউটন চার্জবিহীন কণিকা।
নিউট্রন আবিস্কার করেন চ্যাডউইক (১৯৩২ সালে)।
ইলেকট্রনর সর্বদা নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে।
বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিস্কার করেন১৮৯৭ সালে।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমানু।
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অনু।
ট্রানজিস্টর আবিস্কৃত হয় ১৯৪৮ সালে।
ইলেকট্রনিক মেইল হলো ই মেইল।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।