উপন্যাসঃ
বৌঠাকুরাণীর হাট, গোরা, রাজর্ষি, চোখের বালি, দুইবোন, মালঞ্চ, প্রজাপতির নির্বন্ধ, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, চতুরঙ্গ, শেষের কবিতা, চার অধ্যায়।
মনে রাখার কৌশলঃ রাজর্ষির চোখের বালি গোরা ঘরে বাইরে যোগাযোগ করতে গিয়ে বউ ঠাকুরানীর হাটের কাছে নৌকা ডুবিতে পরল। তাই দেখে চতুরঙ্গ তার শেষের কবিতায় দুই বোন মালঞ্চ ও করুণা কে নিয়ে চার অধ্যায় লিখল।
অথবা, ঘরের বাইরে বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতা শুনতে গিয়ে গোরা ও রাজর্ষির চোখের বালি করা ও চতুরঙ্গ দুইবোন যোগাযোগের চার নৌকাডুবিতে মারা গেল ।
ব্যাখ্যাঃ বৌঠাকুরাণীর হাট, গোরা, রাজর্ষি, চোখের বালি, দুইবোন, মালঞ্চ, প্রজাপতির নির্বন্ধ, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, চতুরঙ্গ, শেষের কবিতা, চার অধ্যায়।
কাব্যগ্রন্থঃ
পূরবী, মানসী ও চিত্রা, মহুয়া , চিত্রালী ,নবজাতক ,পুনশ্চ , জম্মদিন , বনফুল ,গীতাঞ্জলী ,শেষ লেখা , প্রভাত-সংগীত , খেয়া , সোনারতরী , বলাকা , ক্ষণিকা , গল্পে-সল্পে ও সানায় , শ্যামলী ।
মনে রাখার কৌশলঃ পূরবী, মানসী ও চিত্রা, মহুয়ার বান্ধবী চিত্রালীর নবজাতকের পুনশ্চ জম্মদিনে ভানুসিংহ-ঠাকুরের প্রথম কাব্য বনফুল ও গীতাঞ্জলীর শেষ লেখার লেখন উৎসর্গ করল। প্রভাত-সংগীত ও সন্ধার বিচিত্রিতায় খেয়ার সোনারতরী বলাকায় ছড়ার-ছবির মতো ক্ষণিক গল্পে-সল্পে ও সানায়ে শ্যামলীময় করে তুলল।
অথবা, ভানুসিংহের গীতাঞ্জলির শেষলেখায়, মহুয়ার বান্ধবী চিত্রার জন্মদিনের প্রভাত সংগীত সন্ধ্যায়, পূরবী তার নবজাতকের প্রথম কাব্য বনফুল এর বিচিত্রিতা দেখে মানসী চিত্রালী ও পুনশ্চকে ডেকে সোনারতরী বলাকায় ছড়ার ছবির মত ক্ষনিক গল্পে-সল্পে শ্যামলীমায় উতসর্গ হয়ে গেল । অন্যদিকে রোগশয্যায় শায়িত সানাই কল্পনায় আরোগ্য লাভ করে সেজুতিকে কড়ি ও কোমল উপহার দিল ।
ব্যাখ্যাঃ পূরবী, মানসী ও চিত্রা, মহুয়া , চিত্রালী ,নবজাতক ,পুনশ্চ , জম্মদিন , বনফুল ,গীতাঞ্জলী ,শেষ লেখা , প্রভাত-সংগীত , খেয়া , সোনারতরী , বলাকা , ক্ষণিকা , গল্পে-সল্পে ও সানায় , শ্যামলী ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - রবীন্দ্রনাথ ঠাকুর - 1"