
বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
ভূ-প্রকৃতি
বাংলাদেশের ভূ-প্রকৃতি => বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্র্যহীন সমভূমি
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে=> ৩ ভাগে ১) পাহাড়ি এলাকা, ২) সোপান অঞ্চল এবং ৩) প্লাবন ভূমি বা পাললিক সমভূমি অঞ্চল
বাংলাদেশের ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে এলাকা নিয়ে সোপান অঞ্চল গঠিত
বাংলাদেশের পাহাড়ি এলাকা গঠিত=> পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার পূর্বাংশ, কক্সবাজার ও সিলেট জেলার উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে
বাংলাদেশের প্লাবন ভূমি গঠিত=> পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা নিয়ে
বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে => কর্কটক্রান্তি রেখা বা ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অব ক্যানসার
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয়=> ভেঙ্গী ভ্যালি
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি অবস্থিত=> বঙ্গোপসাগরে
বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় => টারশিয়ারী যুগে
বাংলাদেশের বৃহত্তম ও উঁচু পাহাড় => গারো পাহাড়
গারো পাহাড় অবস্থিত=> ময়মনসিংহ জেলায়
বাংলাদেশের অবস্থান => ক্রান্তীয় অঞ্চলে
ঢাকার প্রতিপাদ স্থান অবস্থিত=> চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
‘বরেন্দ্র ভূমি’ বলা হয়=> রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
বরেন্দ্রভূমির আয়তন => ৯,৩২৪ বর্গ কিলোমিটার
বাংলাদেশের সমুদ্র সমতল থেকে উঁচুতে অবস্থিত?=> দিনাজপুর
সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা => ৩৭.৫০ মিটার
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।