বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বানান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন– সংবিধান
বাংলাদেশের সংবিধানে মোট ভাগ- ১১টি সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩টি
সংবিধানে তফসিল আছে- ৪টি সংবিধানে মূলনীতি আছে- ৪টি
সংবিধানের রূপকার- ড. কামাল হোসেন
সংবিধান রচনা কমিটির সদস্য- ৩৪ জন(প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)
সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য- সুরঞ্জিত সেনগুপ্ত
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য- বেগম রাজিয়া বানু
বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়- ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে
বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন- ড. কামাল হোসেন
সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়- ১৯৭২ সালের ১২ অক্টোবর
সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর
সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
সংবিধান দিবস- ৪ নভেম্বর
হস্তলিখিত লিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন- শিল্পাচার্য জয়নুল আবেদীন
সংবিধান- ২ প্রকার; লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান
বাংলাদেশের সংবিধান- লিখিত সংবিধান
লিখিত সংবিধান নেই- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান- ভারতের; আর ছোট- মার্কিন যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আইন অনুযায়ী- ১৪ বছরের নিচের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না
- বাংলাদেশ- একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র
- বাংলাদেশের সরকার পদ্ধতি- এককেন্দ্রীক
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন– সংবিধান
- দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ- শাসন বিভাগ
- বাংলাদেশের সংবিধানে মোট ভাগ- ১১টি
- সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩টি
- সংবিধানে তফসিল আছে- ৪টি
- সংবিধানে মূলনীতি আছে- ৪টি
- সংবিধানের রূপকার- ড. কামাল হোসেন
- সংবিধান রচনা কমিটির সদস্য- ৩৪ জন(প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)
- সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য- সুরঞ্জিত সেনগুপ্ত
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য- বেগম রাজিয়া বানু
- বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়- ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে
- বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন- ড. কামাল হোসেন
- সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়- ১৯৭২ সালের ১২ অক্টোবর
- সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর
- সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
- সংবিধান দিবস- ৪ নভেম্বর
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - বানান - 1"