
পাটঃ
- প্রধান অর্থকরী ফসল– পাট
- পাট গবেষণা ইন্সটিটিউট- ঢাকার শেরে বাংলা নগরে
- পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ
- সবচেয়ে বেশি পাট হয়- রংপুরে
- পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ২য়
- পাট উৎপাদনে শীর্ষদেশ- ভারত
- পাট রপ্তানিতে শীর্ষদেশ- বাংলাদেশ
- জুটন- ৭০% পাট ও ৩০% তুলার সমন্বয়ে তৈরি এক প্রকার কাপড়
- পৃথিবীর সবচেয়ে বড় পাটকল- আদমজী পাটকল (১৯৫১)
- আদমজী পাটকল বন্ধ হয়- ৩০ জুন, ২০০২
- আদমজী পাটকল আবার চালু হয়-
- আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর- ঢাকায়
- নারায়ণগঞ্জ- প্রাচ্যের ডান্ডি
- পাটকে বলা হয়=> সোনালি আঁশ
- বাংলাদেশের মোট আবাদি জমির পাট চাষ করা হয়=> শতকরা ১০ ভাগে (প্রায়)
- বাংলাদেশে জমিতে পাট চাষ করা হয়?=> ১০.০৮ লক্ষ একর
- বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্টিত হয়=> ১৯৫১ সালে
- পাটকে ভাগ করা হয়=> ৩ শ্রেণীতে (হোয়াইট, তোসা ও মেসতা)
- জুটনের আবিস্কারক => ড. মোহাম্মদ ছিদ্দিকুল্ল্যাহ
- একটি কাঁচা পাটের গাইডের ওজন কত?=> সাড়ে তিন মন
- বাংলাদেশে পাট ব্যবসার প্রধান কেন্দ্র => নারায়নগঞ্জ
- আন্তর্জাতিক পাট সংস্থার নাম => IJO (International Jute Organization)
- আন্তর্জাতিক পাট সংগঠন প্রতিষ্ঠিত হয়=> ১৯৮৪ সালে
- আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর কোথায় => ফার্মগেট, ঢাকা
- আন্তর্জাতিক পাট সংস্থার সদস্য => ২৮টি
- আন্তর্জাতিক পাট সংগঠন বিলুপ্ত হয়=> ১১ এপ্রিল, ২০০০ সালে
- আন্তর্জাতিক পাট সংগঠন (IJO)-এর পরিবর্তিত নাম => IJSG (International Jute Study Group)
- IJSG প্রতিষ্ঠিত হয়=> ২৭ এপ্রিল, ২০০২ সালে
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের পাটের বীজ => বিজে. আর. ই আই তোষা (ও.এম.-১), বি. জে. আর. আই দেশি-৫ (বি. জে. সি.-৭৩৭০), বি. জে. আর. আই দেশি-৬ (বি. জে. সি.-৮৩) এবং কেনাফজাত শেন পাট
- ‘ও-৪’ ও ‘ও-৯৮-৯৭’ => উন্নত জাতের তোষা পাটের বীজ
- ‘তোষা’ ডি-১৫৪ => উন্নত জাতের পাট
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।