📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – বাংলাদেশের চুক্তি – 1

বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

বাংলাদেশের চুক্তি

বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি  স্বাক্ষরিত হয়- ১৯ মার্চ,১৯৭২ ।

বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় – ২৫ বছর বছরের জন্য

গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬ ।

ফারাক্কা বাধ চালু হয় –  ১৯৭৫ সালে ।

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-  ২ ডিসেম্বর, ১৯৯৭

পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশের পক্ষে চীপ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্রগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বধি প্রিয় লারমা ।

বাংলাদেশ CTBT চুক্তি তে স্বাক্ষর করে – ২৪ অক্টোবর, ১৯৯৬ ।

বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকারী  দেশ – ২৮ তম ।

ঢাকা-কলকাতা বাস চুক্তি স্বাক্ষরিত হয়  – ১৭ জুন, ১৯৯৯ সালে ।

 

চুক্তি ও সনদঃ

 

  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি  স্বাক্ষরিত হয়- ১৯ মার্চ,১৯৭২ ।
  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় – ২৫ বছর বছরের জন্য
  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ  শেষ হয় – ১৮ মার্চ, ১৯৯৭।
  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেন -বাংলাদেশের পক্ষে শেখ মজিবুর রহমান, ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী ।
  • গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬ ।
  • গঙ্গা পানি চুক্তি স্বাক্ষতির হয় -৩০ বছরের বছরের জন্য ।
  • গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় -নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসের মুঘল ডাউনিং হলে ।
  • গঙ্গা পানি চুক্তিতে  স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা, ভারতের পক্ষে দেব গৌড়া ।
  • গঙ্গা পানি চুক্তি বন্টন ১৯৯৬ সাল অনুযায়ী ১ লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে ৩৫ হাজার কিউসেক পানি পাবে  ।
  • পানি প্রবাহ ৭৫ হাজার বা তার উর্ধ্বে হলে ভারত ৪০ হাজারকিউসেক পানি পাবে
  • ফারাক্কা বাধে পানির পরিমান ৭০ হাজার কিউসেক হলে ভারত ও বাংলাদেশ কি হারে পানি পাবে-  সমান হারে ।
  • ফারাক্কা বাধ চালু হয় –  ১৯৭৫ সালে ।
  • জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উথাপন করা হয়  ৩১ তম অধিবেশনে ।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


    পরের পাতাসমুহ >>
       
       

0 responses on "বিসিএস ক্র্যাশ - বাংলাদেশের চুক্তি - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved