📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – বাংলা নাটক – 1

বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

বাংলা নাটক

সেলিম আলদীন-   ভাঙ্গনের শব্দ শুনা যায়, আয়না, মোন্তাসির ফ্যান্টাসী, কীর্ত্তনখোলা, হাত হদাই, চাঁকা।

সৈয়দ ওয়ালী উল্লাহ-  বহ্নিপীর (১৯৬০), তরঙ্গ ভঙ্গ (১৯৬৫), উজানে মৃত্যু

হুমায়ুন আহমেদ- এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়

সিকান্দার আবু জাফর- মহাকবি আলাওল (১৯৬৫), সিরাজ-উ-দ্দৌল্লা (১৯৬৫), শকুন্ত উপখ্যান( ১৯৫৮)

শওকত ওসমান- আমলার মামলা (১৯৫২), তস্কর ও লঙ্কর (১৯৪৪), কাকঁরমনি (১৯৫২), ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩), বাগদাদের কবি

মামুনুর রশীদ-স্বপ্নে শহর, সুপ্রভাত ঢাকা, গিনিপিগ, ইবলিশ, সময় অসময়, সমতট, ইতি আমার বোন, ওরা কদম আলী, ওরা আছে বলেই, এখানে নোঙ্গর

মুনীর চৌধুরী-কবর (১৯৬৬), চিঠি (১৯৬৬), দন্ড কারন্য (১৯৬৬), পলাশী ব্যারাক ও অন্যান্য

নুরুল মোমেন- হিংটিং ছট (১৯৭০), আইনের অন্তরালে, (১৯৬৭), যদি এমন হতো (১৯৬০), শতকরা আশি (১৯৬৭), নয়া খান্দান (১৯৬২), যেমন ইচ্ছো তেমন (১৯৭০), রূপান্তর (১৯৪৭), আলোছায়া (১৯৬২), নেমেসিস (১৯৪৮)

কাজী নজরুল ইসলাম-আলেয়া (১৯৩১), পুতুলের বিয়ে, ঝিলিমিলি (১৯৩০), মধুমালা (১৯৫১)

দ্বিজেন্দ্রলাল রায়-তারাবাঈ (১৯০৩), চন্দ্রগুপ্ত (১৯১১), সাজাহান (১৯০৯), নূরজাহান (১৯০৮), দুর্গাদাস (১৯০৬),  মেরার পতন (১৩১৫), সিংহল বিজয় (১৯১৬)

মাইকেল মধুসুদন দত্ত-শর্মিষ্ঠা (১৯৫৯), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), মায়াকানন

দীনবন্ধু মিত্র-নীল দর্পন (১৮৬০), লীলাবতী(১৮৬৭), নবীন তপস্বীনি (১৮৬৩), কমলে কামিনী (১৮৭৩), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)

 

(বাংলা নাটক আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে বিসিএস প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে।)

বিখ্যাত ঐতিহাসিক নাটক  

আকবর উদ্দীন — নাদির শাহ (১৯৩২)
আসকার ইবনে শাইখ — অগ্নিগিরি।
ইব্রাহিম খাঁ — কামাল পাশা (১৩৩৪ বাং)
ইবরাহিম খলিল — স্পেন বিজয়ী মুসা
গিরীশ চন্দ্র ঘোষ — সিরাজউদৌল্লা (১৯০৬)
দ্বিজেন্দ্রলাল রায় — সাজাহান (১৯০৯)
মধুসূদন দত্ত – কৃষ্ণকুমারী (১৮৬১)
মহেন্দ্র গুপ্ত — টিপু সুলতান
মুনীর চৌধুরী — রক্তাক্ত প্রান্তর ( ১৯৬২)
রবীন্দ্রনাথ ঠাকুর – প্রায়শ্চিত্ত (১৩১৬ বাং)
শচীন্দ্রনাথ সেন গুপ্ত — সিরাজউদৌল্লা
শাহাদাৎ হোসেন — সরফরাজ খাঁ
ক্ষিরোদ প্রসাদ বিদ্যাবিনোদ — বাংলার মসনদ
সিকান্দার আবু জাফর — সিরাজউদৌল্লা (১৯৬৫)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস ক্র্যাশ - বাংলা নাটক - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved