📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – গ্রন্থ চরিত্র – 1

জহির রায়হান (১৯৩৫-১৯৭২):

উপন্যাস: শেষ বিকেলের মেয়ে (১৯৬০).প্রথম উপন্যাস। প্রকাশকঃ সন্ধানী প্রকাশনী। রোমান্টিক প্রেমের উপাখ্যান।

হাজার বছর ধরে (১৯৬৪).আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত আখ্যান। (চলচ্চিত্ররূপ, ২০০৫)আরেক ফাল্গুন (১৯৬৯).বায়ান্নর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত কথামালা।

বরফ গলা নদী (১৯৬৯).প্রথম প্রকাশঃ ‘উত্তরণ’ সাময়িকী। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্ব গাঁথা।আর কত দিন (১৯৭০).অবরুদ্ধ ও পদদলিত মানবাত্নার আন্তর্জাতিক রূপ এবং সংগ্রাম ও স্বপ্নের আত্নকথা।

অন্যান্য রচনা:

সূর্যগ্রহণ। প্রথম গল্পগ্রন্থ। ১৩৬২ বাংলা

তৃষ্ণা (১৯৬২)

একুশে ফেব্রুয়ারি (১৯৭০)

কয়েকটি মৃত্য।

জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রসমূহ হচ্ছেঃ

কখনো আসেনি (১৯৬১)

সোনার কাজল (১৯৬২) (কলিম শরাফীর সঙ্গে যৌথভাবে)

কাঁচের দেয়াল (১৯৬৩)

সঙ্গম (১৯৬৪)

বাহানা (১৯৬৫)

আনোয়ারা (১৯৬৭)

বেহুলা (১৯৬৬)

জ্বলতে সূরযকে নীচে

জীবন থেকে নেয়া (১৯৭০)

স্টপ জেনোসাইড (চলচ্চিত্র) (১৯৭১)

এ স্টেট ইজ বর্ন (১৯৭১)

লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত) (১৯৭০)

**পত্রিকা সম্পাদনাঃ এক্সপ্রেস (ইংরেজী সাপ্তাহিক),প্রবাহ (বাংলা মাসিক)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস ক্র্যাশ - গ্রন্থ চরিত্র - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved