দক্ষিণ আমেরিকা মহাদেশ :

দক্ষিণ আমেরিকার আয়তন : ১ কোটি ৭৮ লাখ ১৯ হাজার বর্গকিমি।

দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের শতাংশ : ১২ শতাংশ।

দক্ষিণ আমেরিকার জনসংখ্যা : ৩৮ কোটি ৯১ লাখ।

দক্ষিণ আমেরিকার উপকূল রেখার দৈর্ঘ্য : ২৭ হাজার ৭০০ কিলোমিটার।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালার নাম : আন্দিজ পর্বতমালা।

দক্ষিণ আমেরিকার বনভূমি এর মোট আয়তনের অংশ : মোট আয়তনের ৫২ শতাংশ।

উচ্চতা অনুযায়ী দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম : এঞ্জেল ফলস (ভেনিজুয়েলা)।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু : একাঙ্কাগুয়া (আর্জেন্টিনা)।

দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু : পেনিনসুলা (আর্জেন্টিনা)।

দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী : আমাজান।

দক্ষিণ আমেরিকার উচ্চতম (পানির পরিমাণ অনুযায়ী) জলপ্রপাত : গুয়ারিয়া (ব্রাজিল); ১৩০০ কিউবিক/ সেকেন্ড।

জনসংখ্যার দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ : ব্রাজিল (১৯ কোটি ৩৭ লাখ)।

আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ : ব্রাজিল।

জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম : সুরিনাম (৪,৬১,০০০)।

আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ : সুরিনাম।

দক্ষিণ আমেরিকার চির বসনে-র দেশের নাম : ইকুয়েডর।

দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম : লাপাজ (বলিভিয়া)।

দক্ষিণ আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে : স্পেন দেশ।

দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ : ১২টি।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline