বিসিএস ক্র্যাশ – খাদ্য ও পুষ্টি – 1

বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

খাদ্য ও পুষ্টি

এশিয়া :
আয়তন(বর্গ কিমি) : ৪,৪৫,৭৯,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ৪৪
সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এভারেষ্ট (৮৮৫০)এবং সর্বনিম্ন স্থান (মিটার) : মৃত সাগর (-৪০০)
আফ্রিকা :
আয়তন(বর্গ কিমি) : ৩,০০,৬৫,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ৫৩
সর্বোচ্চ স্থান (মিটার) : কিলিমাঞ্জারো (৫৯৬৩) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আসাল (-১৫৬)
উত্তর আমেরিকা :
আয়তন(বর্গ কিমি) : ২,৪৪,৭৪,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ২৩
সর্বোচ্চ স্থান (মিটার) : ম্যাককিনলে (৬১৯৪) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : ডেথ ভ্যালি (-৮৬)

দক্ষিন আমেরিকা :
আয়তন(বর্গ কিমি) : ১,৭৮,১৯,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ১২
সর্বোচ্চ স্থান (মিটার) : একাঙ্কাগুয়া (৬৯৫৯) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : পেনিনসুলা (-৪০)
ইউরোপ :
আয়তন(বর্গ কিমি) : ৯৯,৩৮,০০০ এবং জাতিসংঘভূক্ত দেশ : ৪৬
সর্বোচ্চ স্থান (মিটার) : মাউন্ট এলব্রাস (৫৬৩৩) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : কাস্পিয়ান সাগর (-২৮.০)
ওশেনিয়া :
আয়তন(বর্গ কিমি) : ৮৪,৮৪,৬২০
দেশসংখ্যা(স্বাধীন দেশ) : ১৪
জাতিসংঘভূক্ত দেশ : ১৪
সর্বোচ্চ স্থান (মিটার) : পুঁসাক জায়া (৪৮৮৪)
সর্বনিম্ন স্থান (মিটার) : লেক আয়ার (-১১৬)
এন্টার্কটিকা :
আয়তন(বর্গ কিমি) : ১,৩২,০৯,০০০
পৃথিবীর আয়তনের শতকরা হার : ৮.৯%
সর্বোচ্চ স্থান (মিটার) : ভিনসন ম্যাসিফ (৪৮৮৪) এবং সর্বনিম্ন স্থান (মিটার) : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ (-২৫৫.৫)

এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ তথ্যঃ

এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এর আয়তন প্রায়  ৪,৪৫,৭৯,০০০ বর্গ কি.মি।

পৃথিবীর প্রায় ৩০ শতাংশই এশিয়ার অন্তর্গত।

এশিয়ার বৃহত্তম দেশ- চীন।

এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ।

এশিয়ার বৃহত্তম মরুভূমি- গোবি মরুভূমি।

এশিয়ার বৃহত্তম সাগর- চীন সাগর।

এশিয়ার বৃহত্তম হ্রদ- কাম্পিয়ান।

এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং (চীন)

সর্বোচ্চ পর্বত শৃঙ্গ- মাউন্ট এভারেস্ট (৮৮৪৪.৪৬ মি.)

এশিয়া মহাদেশের উত্তর আমেরিকা থেকে পৃথক হয়েছে- বেরিং প্রণালী দ্বারা।

 আফ্রিকা মহাদেশ পৃথক হয়েছে- লোহিত ও সুয়েজখাল দ্বারা।

এশিয়া ইউরোপ হতে পৃথক করেছে- বসফরাস প্রণালী।

এশিয়া এবং ইউরোপকে একত্রে বলা হয়- ইউরোশিয়া।

তুরস্ক দেশটি ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত।

এশিয়ার সর্বউত্তরের বিন্দু- চেলুসিকিনের অগ্রভাগ।

একদেশ দুই নীতি কার্যকর- চীনে।

ফালুগং যে দেশের নিষিদ্ধ সংগঠন- চীন।

অং সান সূচী মায়ানমারের নেত্রী। দলের নাম ( NLD) [National League of Democracy].

এশিয়ার সর্বশেষ স্বাধীনদেশ- পূর্বতিমুর।

তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ যেটি চীনের অন্তর্ভূক্ত।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline