
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা
রেডক্রস (Red Cross)
চিকিৎসাক্ষেত্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন
পুরো নাম- International Red Cross and Red Crescent Movement
প্রতিষ্ঠিত হয়- ১৮৬৩ সালে
প্রথম রেডক্রস প্রতিষ্ঠার চিন্তা করেন/ প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (১৯০১ সালে প্রথম শান্তিতে নোবেল পান)
সদর দপ্তর- জেনেভা
বর্তমান সদস্য- ১৮৫ (রেডক্রস ও রেডক্রিসেন্ট মিলিয়ে)
রেডক্রস দিবস- ৮ মে (হেনরি ডুনান্টের জন্মদিন)
রেডক্রসের প্রতীক- লাল ক্রস
মুসলিম বিশ্বে রেডক্রসের নাম- রেড ক্রিসেন্ট
রেড ক্রিসেন্টের প্রতীক- লাল অর্ধাকৃতি চাঁদ
আনুমানিক ভলান্টিয়ার সদস্য- প্রায় ৯ কোটি ৭০ লক্ষ
রোটারি ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠিত হয়- ১৯০৫ সালে
সদর দপ্তর- ইভান্সটন, ইলিয়নিস (শিকাগো) (উত্তরে ইভান্সটন না থাকলে শিকাগো দিতে হবে; ইভান্সটন শহরটি শিকাগোর ১০ মাইল উত্তরে অবস্থিত)
অ্যামনেস্টিইন্টারন্যাশনাল (Amnesty International; a.k.a.- Amnesty, AI)
মানবাধিকার সংরক্ষণে কাজ করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও- Non-governmental organisation)
প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে
সদর দপ্তর- লন্ডন
আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন- সংগঠন
অক্সফাম-বৃটেন ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা; মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা পুনর্নির্মাণে সহায়তা করেছিল
পিসকর্পস-ওয়াশিংটন
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা
কেয়ার-যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা
অরবিস=ভাসমান (Flying) চক্ষু হাসপাতাল (যুক্তরাষ্ট্র)
গ্রিনপিস=নেদারল্যান্ডভিত্তিক পারমাণবিক বিস্ফোরণ বিরোধী পরিবেশবাদী গ্রুপ
পারমাণবিক অস্ত্র বিলোপ সাধনে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা
ওয়ার্ল্ডওয়াচ-যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী গ্রুপ
ডেমোক্রেসিওয়াচ-বাংলাদেশভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা
ফ্রিডমহাউস-ওয়াশিংটন ডিসি
যুক্তরাষ্ট্রভিত্তিক বুদ্ধিজীবীদের সংগঠন
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।