📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বি সি এস প্রিলি নিয়ে কিছু কথা

বি সি এস প্রিলি নিয়ে কিছু কথা—-

যারা নতুন এবং প্রথমবারের মত সামনে প্রিলি পরীক্ষাতে অংশ নিবেন তারা প্রথমে বিগত সকল বি সি এস পরীক্ষার প্রিলির প্রশ্নগুলো বারবার দেখুন এবং একটু ভাবুন । কি টাইপ প্রশ্ন হয় সেই সম্পর্কে আপনার ধারনা হবে যেটা সবচেয়ে বেশি জরুরী । কারন আপনি যে পথে হাঁটবেন সেই পথটা জানা না থাকলে পথ চলতে সমস্যা হবে । প্রিলি ২০০ নম্বরের একটা অবজেক্টিভ পরীক্ষা যার সময়সীমা ২ ঘণ্টা ।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন — বাংলা ঃ ৩৫
ইংরেজী ঃ ৩৫
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ঃ ৩০
আন্তর্জাতিক বিষয়াবলী ঃ ৩০
সাধারণ বিজ্ঞান ঃ ১৫
কম্পিউটার ঃ ১৫
সাধারণ গনিত ঃ ২০
মানসিক দক্ষতা ঃ ১০
নৈতিকতা ও সুশাসন ঃ ১০
সর্বমোট = ২০০ নম্বর
আগেও বলেছি যে বি সি এস এ যারা all rounder তাদের ভালো করার সম্ভাবনা বেশি ।এখানে পড়াশোনা বেশি করার চেয়ে নিজের পড়াটাকে কাজে লাগানোর দিকে নজর বেশি দিতে হবে । যতটুকুই স্টাডি হোক না কেন efficacy and confidence বেশি রাখতে হবে । নিজের সম্পর্কে বেশি নেগেটিভ ধারনা পোষণ করলে যত ভালো প্রস্তুতিই থাকুক না কেন পরীক্ষা খারাপ হবার সম্ভাবনা বাড়ে । সবকিছুই পারতে হবে বা একটা সহজ বিষয় না পারলে মাথা চাপড়ানো এসব বাদ দিতে হবে ,টার্গেট রাখতে হবে যেন সহজ প্রশ্নগুলো ভুল না হয় ,আপনি এখন ৪০ দিনের একটা রুটিন করে নিয়ে স্টাডি শুরু করে দিতে পারেন । এভাবে শুরু করতে পারেন যে বাংলা ৭ দিন , ইংরেজী ৭ দিন , সাধারণ জ্ঞান ১০ দিন , গনিত ৫ দিন , বিজ্ঞান ৫ দিন এবং বাকি ৬ দিনে অন্যান্য বিষয়গুলো । এই সময়সীমার মধ্যে একটা বিষয়ে যেটি পারবেন স্টাডি করে নিবেন ,তারপর অন্য বিষয় শুরু করবেন either সেই বিষয়টা স্টাডি শেষ হোক আর নাই হোক ,আগে আপনি প্রতিটা বিষয় মোটামুটি আয়ত্তে আনুন ,পরে সেগুলোকে upgrade করে নিতে পারবেন ।আর সব বিষয়গুলো মোটামুটি একবার পড়া হলে আপনার আত্মবিশ্বাসও বাড়বে । আর মনে রাখবেন সব জানার দরকার নেই ,সব জেনে bcs specialist হবার চেয়ে আপনার bcs cadre
হউয়াটা বেশি জরুরী । কোন প্রশ্নে confusion হলে সেটা বাদ দিন ,আগে নিজের জ্ঞানের ভাণ্ডারটা একটু সমৃদ্ধ কর । কে কি স্টাডি করছে এসব না ভেবে নিজেকে তৈরি কর , নিজের maximum টা বের করে আনুন ,সবাই তো জানে যে স্টাডি করলে ভালো করা যায় তবুও সবাই কি পারে????? বাংলাতে গ্রামারগুলো দেখুন ,বিখ্যাত সাহিত্যিকদের নিয়ে মিনিমাম বেসিক জানুন ,ইংরেজীতে vocabulary strong কর ,পারলে দৈনিক ২০ টি নতুন শব্দ শিখুন ,appropriate preposition ,idioms and phrase ,proverb, group verb , translation,voice, narration,transforma­tion of sentences, etc যেকোনো ভালো গ্রামার বই থেকে দৈনিক অল্প হলেও পড়ুন , সাধারণ জ্ঞান বাজারে প্রচলিত যেকোনো গাইড বই থেকে দৈনিক অল্প করে দেখতে পারেন , কারেন্ট ওয়ার্ল্ড বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে m.c.q টাইপ প্রশ্নগুলো দেখে নিন , বিজ্ঞান বাজারে যেকোনো প্রচলিত গাইড একবার পড়ে নিতে পারেন , গনিতের সূত্রগুলো ভালভাবে আয়ত্তে আনুন ,এগুলোর মানে হচ্ছে আপনি আগে নিজেকে মোটামুটি প্রস্তুত করবেন ,এরপর প্রতিটা বিষয়ের বিভিন্ন বই থেকে কিছু কিছু করে স্টাডি করে knowledge টা পাকাপোক্ত করতে হবে । এক কথায় নিজেকে যতটা প্রস্তুত করা যায় ,এই প্রস্তুতিটা একটু বোরিং ,তাই আপনার passion and dedication আবশ্যক । আরেকটি বিশেষ কথা সকল চাকুরীর পরীক্ষায় অংশগ্রহনের চেষ্টা কর ,সেটা ছোট বা বড় যাইহোক ,আপনার অভিজ্ঞতা বাড়বে এবং যেকোনো চাকুরীর পরীক্ষায় টিকে গেলে আপনার আত্মবিশ্বাস বাড়বে যেটি আপনাকে যেকোনো বড় পরীক্ষাতে অনেক সাহায্য করবে । দৈনিক অল্প হলেও স্টাডি কর ,চিন্তা করার কিছু নেই ,এই প্রতিদিনের অল্প অল্প জ্ঞান আহরণ একটা সময় গিয়ে আপনার খুব কাজে দিবে । Be confident, try your best..may god always bless you all,good luck guys..

আরো পড়ুন:

বিসিএস এর জন্য কোন কোন বই পড়া জরুরী

ফোরাম প্রশ্নোত্তর – গ.সা.গু ও ল.সা.গু

দুনীর্তি দমন কমিশনে নিয়োগ পরীক্ষার নির্দেশনা

   
   

0 responses on "বি সি এস প্রিলি নিয়ে কিছু কথা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved