বাক্য – জেএসসি-বাংলা-2-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 453
বাক্য জেএসসি বাংলা-2 | 4521. বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
- বিশেষ্য
- অব্যয়
- সর্বনাম
- বিশেষণ
4522. যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?
- পদ
- শব্দ
- বাক্য
- বিভক্তি
4523. একটি বড় বাক্যের বাক্যাংশ দুটিকে বলে-
- উদ্দেশ্য
- স্বাধীন বাক্য
- খন্ডবাক্য
- অধীন বাক্য
4524. ‘ছাত্ররা পড়ছে’ – এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
- ছাত্ররা
- ছাত্ররা পড়ছে
- পড়ছে
- সব কটি
4525. পিতা যখন আছে তখন পুতকে খোঁজ কেন – এটি কোন ধরনের বাক্য?
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- নির্দেশক বাক্য
4526. কোনটি জটিল বাক্য?
- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্যু করে
- যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
- আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
- সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
4527. ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ – বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
- আকাঙ্ক্ষা
- যোগ্যতা
- আসত্তি
- বস্তুনিষ্ঠতা
4528. আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
- ছয় প্রকার
4529. যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন – কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
- মিশ্র বাক্য
- সরল বাক্য
- বাহুল্যদুষ্ট বাক্য
4530. “আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল”-বাক্যটিতে কোন গুণের অভাব?
- যোগ্যতা
- আসত্তি
- আকাঙ্ক্ষা
- প্রাঞ্জলতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাক্য জেএসসি বাংলা-2 মডেল টেস্ট"