বাংলাদেশের-স্বাধীনতা-লাভ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 985
9841. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- কোন তারিখে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
- ১ মার্চ
- ২ মার্চ
- ৩ মার্চ
- ৭ মার্চ
9842. ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মুসলিম আসনের কয়টি আসন লাভ করে?
- ২০০টি
- ২০৫টি
- ২০৬টি
- ২২০টি
9843. ১৯৫৬ সালের প্রবর্তিত পাকিস্তানের সংবিধানে কতটি ধারা ছিল?
- ২৩০টি
- ২৩৪টি
- ২৩৬টি
- ২৪০টি
9844. কেন্দ্রীয় সরকারের মোট রাজস্ব আয়ের কত ভাগ পূর্ব পাকিস্তান থেকে অর্জিত হতো?
- ৫০ ভাগ
- ৬০ ভাগ
- ৬৫ ভাগ
- ৭০ ভাগ
9845. ১৯৫৬ সালের সংবিধানে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওযা হয়েছিল-
- ১৯২ ধারায়
- ১৯৩ ধারায়
- ১৯৪ ধারায়
B,C
9846. কবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়?
- ২১ ফেব্রুয়ারি
- ২৬ মার্চ
- ১৭ এপ্রিল
- ১৬ ডিসেম্বর
9847. যুক্তফ্রন্টের কর্মসূচি ছিল কত দফাভিত্তিক?
- ৬ দফা
- ৭ দফা
- ১১ দফা
- ২১ দফা
9848. ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানে শাসনব্যবস্থা প্রনয়ন করা হয়?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
9849. ১৯৬৯ সালের কত তারিখে ছাত্রনেতা আসাদ নিহত হয়?
- ১৮ জানুয়ারি
- ২০ জানুযারি
- ২২ জানুয়ারি
- ২৫ জানুয়ারি
9850. ভাষা আন্দোলনের সোনালি ফসল কোনটি?
- আন্তজার্তিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ
- ৬৯-এর গণঅভ্যুত্থান
- পাকিস্তানের সংবিধান লাভ
- ৭০-এর সাধারণ নির্বাচন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।