
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2021
20201. তাজিনডং কোথায় অবস্থিত?
- রাঙামাটি
- চট্টগ্রাম
- বান্দরবান
- খাগড়াছড়ি
20202. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
- ১০ নটিক্যাল মাইল
- ১২ নটিক্যাল মাইল
- ১০ নটিক্যাল কিলোমাইল
- ১২ নটিক্যাল কিলোমাইল
20203. সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত মিটার?
- 8
- 18
- 20
- 37.5
20204. মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত?
- ৩৪ বর্গ কি. মি.৪
- ১০৩ বর্গ কি. মি.৭
- ৮৩২ বর্গ কি. মি.৯
- ৩২০ বর্গ কি. মি.”;}}
20205. এই রায়ের মাধ্যমে বাংলাদেশ অধিকার পেয়েছে-
- উক্ত জলরাশি 2. তার তলদেশ 3. তার বাইরে মহীসোপান এলাকা
A,B,C
20206. লালমাই পাহাড় কোনর জেলায় অবস্থিত?
- গাজীপুর
- টাঙ্গাইল
- ময়মনসিংহ
- কুমিল্লা
20207. এই রায়ে কোন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরা হয়?
- সেন্টমার্টিন দ্বীপ
- ছেড়া দ্বীপ
- সন্ধীপ
- হাতিয়া দ্বীপ
20208. স্রোতজ সমভূমির অন্তগর্ত কোনটি?
- রংপুর দিনাজপুর
- কুষ্টিয়া যশোর
- নোয়াখালী ফেনী
- খুলনা পটুয়াখালী
20209. সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল কোথায় অবস্থিত?
- জার্মানির হামর্বুগে
- নেদারল্যান্ডের হেগে
- সুইজারল্যান্ডের জেনেভা
- সুইজারল্যান্ডের বার্ণ
20210. উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত-
- ময়মনসিংহ 2. নেত্রকোণা 3. সিলেট
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2022
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2023
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2013