বাংলাদেশের-গণতন্ত্র-ও-নির্বাচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 255
2541. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলনের কারণ কী?
- জনগণের শিক্ষা ও মানোন্নয়ন
- প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব বলে
- রাষ্ট্রের বিশালতা ও অধিক জনসংখ্যা
- গণতন্ত্র সর্বজন স্বীকৃত
2542. কোন দেশে কয়েকটি রাজ্যে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে?
- রাশিয়ায়
- সুইজারল্যান্ডে
- গ্রিসে
- জার্মানিতে
2543. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান হলো –
- জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি
- সার্ক প্রতিষ্ঠান উদ্যোগ
- প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন
A,C
2544. প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কী বোঝায়?
- মৌলিক সরকার
- সাধারণ সরকার
- বহুদলের সরকার
- দলীয় সরকার
2545. কতোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে?
- চুতুর্থ সংশোধনী
- অষ্টম সংশোধনী
- দশম সংশোধনী
- দ্বাদশ সংশোধনী
2546. ১৯৫৮ সালের সামরিক শাসন জারির পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়?
- প্রত্যক্ষ গণতন্ত্র
- পার্লামেন্টারি গণতন্ত্র
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
- বিশুদ্ধ গণতন্ত্র
2547. রাজনৈতিক দল বিচারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়টি রাজনৈতিক প্রশাসন এসেছে?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
2548. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
- স্পার্টায়
- কলম্বিয়ায়
- গ্রিসের এথেন্সে
- ফ্রান্সের প্যারিসে
2549. গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শাসন কায়েম করার জন্য উপযুক্ত প্রতিনিধি বাছাই আবশ্যক। নির্বাচন এক্ষেত্রে একমাত্র উপায়। নাগরিকরা নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের লোককে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে। প্রতিনিধিগণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সচেষ্ট হন।নির্বাচনের গুরুত্ব হিসেবে বিবেচিত হয় –
- ভূঁইফোড় ও অবাঞ্ছিত দলের বিলুপ্তি
- রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা
- রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন
A,B,C
2550. নির্বাচন ব্যবস্থা একটি প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। এ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে –
- নির্বাচক প্রতিনিধি
- নির্বাচকমন্ডলী
- সরকার ও আমলাগণ
- শুধু আমলাগণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-গণতন্ত্র-ও-নির্বাচন - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 255"