বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2
11. রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?
- হামিদুর রহমান
- মৃণাল হক
- শামিম শিকদার
- নভেরা আহমেদ
12. চট্টগ্রাম-কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হয়?
- ৭০০ কি.মি.
- ৫৭০ কি.মি.
- ৩০০ কি.মি.
- ১৭০ কি.মি.
13. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
- বিজয়স্তম্ভ
- বিজয়কেতন
- স্বাধীনতা সোপান
- রক্ত সোপান
14. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন?
- পরভীন ফাতেমা
- ফিরোজা বেগম
- রওশন হাজান
- কানিজ ফাতেমা
15. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
- বি,এ, সিদ্দিকী
- খাজা ওয়াসিউদ্দিন
- হুমায়ূন রশীদ চৌধুরী
- শমসের মবিন চৌধুরী
16. বিলিরুবিন তৈরি হয়-
- পিত্তথলিতে
- কিডনিতে
- প্লীহায়
- যকৃতে
17. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
- তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
- ম্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
- সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
- অলৌকিকভাবে
18. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বী প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
- ৫ জন
- ৭ জন
- ২ জন
- ৬ জন
19. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
- ৮ বর্গ কি.মি
- ১০ বর্গ কি.মি.
- ১২ বর্গ কি.মি.
- ১৪ বর্গ কি.মি.
20. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?
- 1972
- 1973
- 1975
- 1997
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2"