অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 9

81. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?

  1. আত্মজ
  2. তনয়
  3. নন্দন
  4. শৈল

82. আধ্যাত্মিক’উপন্যাসের লেখক কে?

  1. প্যারীচাঁদ মিএ
  2. বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
  3. দামোদর বন্দ্যোপাধ্য্যায়
  4. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

83. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

  1. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
  2. ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
  3. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  4. ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

84. ওষ্ঠব্যঞ্জনের উদাহরণ কোন গুচ্ছ?

  1. দধ
  2. বত
  3. তথ
  4. চছ

85. ১/৪ এর সংখ্যাবাচক শব্দ নয়-

  1. পোয়া
  2. চৌথাই
  3. সিকি
  4. পৌনে

86. কেরী সাহেবের মুন্সী’ কার লেখা?

  1. প্রমথনাথ বিশী
  2. রাজারাম বসু
  3. ঈস্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

87. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস- কোন নাটকের গদ্য অনুবাদ?

  1. টেমিং অব দ্য শ্রু
  2. মার্চেন্ট অব ভেনিস
  3. কমেডি অব এররস
  4. অ্যা মিডসামার নাইটস ড্রিম

88. কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা?

  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. বংশীদাস চক্রবর্তী
  3. বলরাম চক্রবর্তী
  4. রূপরাম চক্রবর্তী

89. জসীমউদ্দীনের প্রকাশিত উপন্যাস কোনটি?

  1. রাখালী
  2. বোবা কাহিনী
  3. সোজন বাদিয়ার ঘাট
  4. বালুচর

90. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?

  1. সুদূর চীন দেশ থেকে
  2. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
  3. আরাকান রাজগ্রন্থাগার থেকে
  4. নেপালের রাজগ্রন্থশালা থেকে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline