
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 7
61. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
- ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
- সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
- আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
- ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে
62. হেলাল শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
- রাকা
- রবি
- ফাল্গুনী
- আদিত্য
63. বিশ্বের সর্বাধীক ব্যবহৃত ভাষা কোন টি?
- ইংরেজী
- মান্দারিন (চীনা)
- আরবি
- বাংলা
64. কোন ভাষাকে উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হয়?
- মহারাষ্ট্র ভাষা
- মৈথালী ভাষা
- সৌরসেনী ভাষা
- মাগধী ভাষা
65. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- ক্রীতদাসের হাসি
- হাঙর নদী গ্রেনেড
- মাটি আর অশ্রু
- সারেং বউ
66. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
- তত্তবোধিনী
- দিক্দর্শন
- সংবাদ প্রভাকর
- বঙ্গদর্শন
67. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?
- মরুমায়া
- মরুভাস্কর
- মরুতীর্থ
- মরুকুসুম
68. কুচবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ-
- মাকাল ফুল
- কলির কেস্ট
- গোবরে পদ্মফুল
- অপদার্থ
69. বিষাদ সিন্ধু কয় খণ্ডে রচিত?
- 1
- 2
- 3
- 4
70. কুটিল লিপির নাম কুটিল হলো কেন?
- এর আবিষ্কারকের নাম কুটিল ছিল
- এর আবিষ্কারকের মন কুটিল ছিল
- বর্ণগুলির মাত্রা ও রূপ কুটিল বলে
- কোনটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।