
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 65
641. Let there be light’ কার চলচ্চিত্র?
- জহির রায়হান
- চাষী নজরুল ইসলাম
- সত্যজিৎ রায়
- খান আতাউর রহমান
642. দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- দোল + অনা
- দোলনা + আ
- দোল + না
- দুল + না
643. পূর্বাশা’পএিকার সম্পাদক ছিলেন-
- মুন্সী মেহেরুল্লা
- কামিনী রায়
- সঞ্জয় ভট্রাচার্য
- মোজাম্মেল হক
644. জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির লেখক কে?
- আবু রুশদ
- আহসান হাবিব
- শওকত ওসমান
- আবুল ফজল
645. বঙ্গভূমির প্রতি’ কবিতাটি রচনা করেন_
- দ্বিজেন্দ্রলাল রায
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য
- মাইকেল মধুসূদন দত্ত
646. বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
- চীন
- যুগোস্লাভিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
647. সম্প্রতি আলোচিত ”অনুরাধাপুর” কোথায় অবস্থিত?
- শ্রীলংকা
- ভুটান
- ভারত
- বাংলাদেশ
648. রবীন্দ্রনাথের’সোনার তরী’কবিতা কোন ছন্দে রচিত ?
- স্বরবৃও
- অক্ষরবৃও
- মন্দাক্রান্তা
- মাএাবৃও
649. উপ উপসর্গটি কোন শব্দে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
- উপগ্রহ
- উপকূল
- উপহার
- উপবন
650. পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় সাহিত্য?
- কাব্যনাট্য
- কাব্যগ্রন্থ
- নাটক
- মুক্তিযুদ্ধের উপন্যাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।