অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 54

531. Dialogue’ গ্রন্থটি লিখেছেন –

  1. থ্রাকস
  2. ভাররো
  3. প্লেটো
  4. এরিস্টটল

532. পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ?

  1. ২৫ কোটি
  2. ৩০ কোটি
  3. ৩৫ কোটি
  4. ৪০ কোটি

533. নিচের কোনটি হিন্দি ভাষার শব্দ ?

  1. আলপিন
  2. চানাচুর
  3. গুদাম
  4. আলমারি

534. পেট’ (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ?

  1. কোল ভাষা
  2. মুন্ডারী ভাষা
  3. তামিল ভাষা
  4. গুজরাটি ভাষা

535. পতঞ্জলি ছিলেন একজন — ব্যাকরণবিদ ?

  1. সংস্কৃত
  2. বাংলা
  3. গ্রিস
  4. লাতিন

536. বিস্কুট’ কোন ভাষার শব্দ ?

  1. ফরাসি
  2. ইংরেজী
  3. পর্তুগীজ
  4. চীনা

537. ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?

  1. মনোএল-দ্য-আসসুম্পসাঁও
  2. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  3. জন বিমস
  4. উইলিয়াম কেরি

538. চন্দ্র’ ও ‘সূর্য’ কোন শব্দের উদাহারণ ?

  1. অর্ধতৎসম শব্দ
  2. তৎসম শব্দ
  3. তদ্ভব শব্দ
  4. বিদেশী শব্দ

539. অনার্যদ্র-

  1. অর্ধতৎসম শব্দ
  2. তৎসম শব্দ
  3. তদ্ভব শব্দ
  4. দেশী শব্দ

540. পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ?

  1. তিনটি
  2. একটি
  3. দুটি
  4. চারটি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline