অণুজীব

 

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 52

511. ‘আঁঠির বিপরীত শব্দ কোনটি?

  1. আট
  2. ছাড়
  3. শাঁস
  4. পিছে

512. ‘সন্ধ্যাভাষা’ শব্দটি কোন যুগের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত?

  1. আধুনিক যুগ
  2. মধ্য ও প্রাচীন
  3. প্রাচীন
  4. মধ্য

513. ‘ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ’ কার লেখা?

  1. নকুলেশ্বর বিদ্যাভূষণ
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. শ্যামাচরণ সরকার
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ

514. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

  1. দেবদাস
  2. বড়দিদি
  3. শ্রীকান্ত
  4. গৃহদাহ

515. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ কী?

  1. প্রকৃত
  2. স্বাভাবিক
  3. যথার্থ
  4. প্রকৃতি

516. ‘টালা অভিনয়’—কি ধরনের গ্রন্থ?

  1. নাটক
  2. প্রবন্ধ
  3. উপন্যাস
  4. গল্প

517. নসীরানামা’ কাব্যগ্রন্থর রচয়িতা কে?

  1. নজরুল
  2. জীবনানন্দ
  3. মরদন
  4. আলাওল

518. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?

  1. ১৭৩৪ সালে
  2. ১৭৪২ সালে
  3. ১৭৪৩ সালে
  4. ১৭৫০ সালে

519. চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ?

  1. মৈথিলী
  2. উড়িষ্যা
  3. ঢাকা
  4. কোলকাতা

520. মিথিলা ও বাংলার মিশ্রণে যে ভাষা সৃষ্টি—

  1. প্রাকৃত
  2. গৌড়ীয়
  3. ব্রজবুলি
  4. অপভ্রংশ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline