
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 48
471. বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
- এ. এন. হামিদুল্লাহ
- এ. এস. এম. সায়েম
- এম. এইচ. খোন্দকার
- জেনারেল এম. এ. জি. ওসমানী
472. বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
- খুলনা বিশ্ববিদ্যালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- সিলেট বিশ্ববিদ্যালয়
473. বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক –
- মিসেস কামরুন্নাহার লাইলী
- মাহমুদা হক চৌধূরী
- কানিজ ফাতেমা রোকশানা
- এলিজা শারমিন
474. বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
- সৈয়দ নজরুল ইসলাম
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- শাহ আব্দুল হামিদ
- মোহাম্মদ উল্ল্যাহ
475. বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক-
- হাসিনা খাতুন
- নাজনিন সুলতানা
- এমিলি শারমিন
- হেনা পারভিন
476. বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার-
- হাসিনা খাতুন
- ফাতেমা রোকশানা
- হেনা পারভিন
- হাসিনা পারভিন
477. বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার-
- শারমিন ফেরদৌসি
- এলিজা শারমিন
- মাহমুদা হক চৌধূরী
- এমিলি শারমিন
478. বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক-
- কামরুন নেসা খানম
- মোশফেক ইফফাত
- রাবেয়া বেগম
- সবাই
479. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য-
- বেগম মমতাজ আহমেদ
- ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
- ডঃ কানিজ ফাতেমা
- বনানী চৌধুরী
480. প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী-
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ফেরদৌস আরা বেগম
- ব্রজেন দাশ
- আনিসা হামেদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।