
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 29
281. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
- ১৭৯৬ সালে
- ১৮০২ সালে
- ১৮২০ সালে
- ১৮৪৮ সালে
282. জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়ে-কে একশব্দে বলে-
- পরিবেদন
- পরিবন্ধন
- পরিচারণ
- পরিণয়ন
283. অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী ?
- নিজের এলাকায় দাপট দেখানো
- প্রেমে পড়া
- অত্যন্ত বেশি মর্যাদাবান ব্যক্তি
- স্ত্রীর প্রভাব
284. প্রমথ চৌধুরীর দেশের বাড়ি
- যশোর
- খুলনা
- নড়াইল
- কুষ্টিয়া
285. ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- সুভাষ মুখোপাধ্যায়
- কাজী ইমদাদুল হক
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
286. রঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
- দুর্গেসনন্দিনী
- কপালকুণ্ডলা
- কৃষ্ণকান্তের উইল
- রজনী
287. অগ্নিবিণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- ধূমকেতু
- বিদ্রোহী
- প্রলয়োল্লাস
- অগ্রপথিক
288. নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
- সমাস
- সন্ধি
- প্রত্যয়
- ক ও খ
289. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’-রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
- পূরবী
- শেষলেখা
- আকাশ প্রদীপ
- সেজুতি
290. জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
- জননী
- সূর্যদীঘল বাড়ি
- সারেং বৌ
- হাজার বছর ধরে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।