অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27

261. মহুয়া’ পালাটির রচয়িতা কে?

  1. নয়নচাঁদ ঘোষ
  2. মনসুর বয়াতি
  3. দ্বিজ কানাই
  4. নিতাই বৈরাগী

262. ছেলেরা তাস খেলেএখানে তাস কোন কারক এ কোন বিভক্তি?

  1. করণ এ শূন্য
  2. কর্মে শূন্য
  3. (কর্ম+করণ) এ শূন্য
  4. কর্তায় শূন্য

263. সনেট সংকলন কার লেখা?

  1. অমৃত লাল বসু
  2. ইব্রাহীম খলিল
  3. নির্মুলেন্দুগুন
  4. সুফি মোতাহের হোসেন

264. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?

  1. শবপোড়া
  2. মড়াদাহ
  3. শবমড়া
  4. শবদাহ

265. সৈয়দ মুজতবা আলী যে ছদ্মনামে লিখতেন_

  1. সত্যপীর
  2. রায়পিথৌরা
  3. টেকচাঁদ
  4. A+C

266. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

  1. রাগহীন
  2. উদাসীন
  3. বিশেষভাবে রুষ্ট
  4. প্রতিকুল

267. সে সাধ এখানেই মিটিল — কমলাকান্তের কোন সাধ?

  1. তামাক টানার
  2. যাত্রা শোনার
  3. ডাল মেখে ভাত খাওয়ার
  4. আফিম খাওয়ার

268. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  1. সৈয়দ হামজা
  2. আলাওল
  3. রেজাউদ্দৌলা
  4. ফকির গরীবুল্লাহ

269. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

  1. খদ্দর হরতাল
  2. চাকু চাকর
  3. রিক্সা রেস্তোরাঁ
  4. চা চিনি

270. উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয়?

  1. গণ
  2. আবলী
  3. রাজি
  4. সকল

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline