
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 13
121. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- রামনারায়ণ তর্করত্ন
122. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
- প্রভাবতী সম্ভাষণ
- বেতাল পঞ্চবিংশতি
- রাজা প্রতাপাদিত্য চরিত্র
- কথোপকথন
123. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
- কল্যাণীয়েষু
- সুচরিতেষু
- শ্রদ্ধাস্পদাসু
- প্রীতিভাজনেষু
124. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
- ধ্বনি-বিপর্যয়
- অভিশ্রুতি
- অপিনিহিতি
- প্রাতিপাদিক
125. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
126. লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত ?
- ইন্দোনেশিয়া
- চীনা
- জাপানি
- বর্মী
127. রইচরন কোন ছোটগল্পের প্রধান চরিত্র?
- ভিখারিনী
- আবদুল্লাহ
- খোকাবাবুর প্রত্যাবর্তন
- ক্ষুধিত পাষাণ
128. জরাসন্ধ কার ছদ্মনাম?
- নূরন্নেসা খাতুন
- যতীন্দ্রনাথ বাগচী
- আব্দুল করিম
- চারুচন্দ্র মুখোপাধ্যায়
129. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?
- বিজয় গুপ্ত
- ভারতচন্দ্র রায়গুনাকার
- মুকূন্দারাম চক্রবর্তী
- কানাহরি দত্ত
130. এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়?
- ৬টি
- ৭টি
- ৮টি
- ৯টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।