অণুজীব

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 11

101. বাংলা একাডেমীর আঞ্চলিক অভিধান- সম্পাদনা কে করেন?

  1. মুহম্মদ এনামুল হক
  2. মুহম্মদ মনসুরউদ্দীন
  3. মুহম্মদ শহীদুল্লাহ
  4. মুহম্মদ আবদুল হাই

102. অয়োময়’ শব্দের অর্থ কী?

  1. বাজে
  2. দুর্বোধ্য
  3. লৌহময়
  4. পেঁচানো

103. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

  1. বঙ্গদর্শন
  2. সবুজপত্র
  3. কল্লোল
  4. কালিকলম

104. এক কথায় প্রকাশ কর : সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা

  1. সংবর্ধনা
  2. অভিনন্দন
  3. প্রত্যুদগমন
  4. শুভেচ্ছা

105. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা –

  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. মুহম্মদ আব্দুল হাই
  3. আতাউর রহমান খান
  4. আবুল মনসুর আহমদ

106. ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

  1. শাহ মুহম্মদ সগীর
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. দৌলত উজির বাহরাম খান
  4. রামনারায়ন তর্করত্ন

107. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?

  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বন্দে আলী মিয়া
  4. বিষ্ণু দে

108. বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় যে পদের সাথে তাকে বলে?

  1. কৃদন্ত পদ
  2. ধাতু প্রত্যয়
  3. সাধিত পদ
  4. প্রাতিপাদিক

109. বাংলা ভাষাকে এককালে কি নামে অভিহিত করা হত?

  1. পালি
  2. সংস্কৃত
  3. গৌড়ভাষা
  4. বাঙ্গাল ভাষা

110. ডাকাবুকো বাগধারাটির অর্থঃ

  1. ভন্ড সাধু
  2. অতি মূল্যবান
  3. অবিরাম কলহ
  4. নির্ভীক

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline