অণুজীব

 

বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 24

বাংলা ভাষা ও সাহিত্য | 231. বাঙ্গালীর ইতিহাস‘ বইটির লেখক কে?

  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. অধ্যাপকসুনীতিসেন
  3. মুহম্মদ আবদুল হাই
  4. নীহার রঞ্জন রায়

232. ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় ?

  1. 1924
  2. 1921
  3. 1923
  4. 1956

233. গাজী মিয়াঁর বস্তানী ‘ কি ধরনের রচনা ?

  1. প্রবন্ধ
  2. আত্মজীবনী
  3. নাটক
  4. ছোটগল্প

234. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?

  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
  3. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসানমুহম্মদ আবদুল হাই
  4. আনিসুজ্জামান ও আনোয়ার পাশা”;}}

235. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন ছেদচিহ্ন ব্যবহৃত হয়?

  1. ড্যাশ
  2. কমা
  3. সেমিকোলন
  4. কোলন

236. ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কি?

  1. বিরোধী পার্টি
  2. ক্ষমতাসীন পার্টি
  3. কদরহীন লোক
  4. নিকৃষ্ট লোক

237. তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-

  1. ১৮৪১ সালে
  2. ১৮৪২ সালে
  3. ১৮৪৩ সালে
  4. ১৮৫০ সালে

238. বাতাসে লাশের গন্ধ বিখ্যাত কবিতাটি কার লেখা?

  1. হোসনে আরা
  2. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  3. কাজী নজরুল ইসলাম
  4. সুকুমার বড়ুয়া

239. Ambiguous এর পরিভাষা-

  1. উভচর
  2. উভয়বলতা
  3. উভবল
  4. দ্ব্যর্থক

240. কামান কোন দেশি শব্দ?

  1. ফরাসী
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. আরবি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline