বর্তনী-ও-চলবিদ্যুৎ – জেএসসি-বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 825
8241. মিনাদের খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে-
- বিদ্যুৎ খরচ কম হবে
- প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে
- সুইচ অন করা মাত্র গলে যাবে
B,C
8242. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ রোধের কীরূপ পরিবর্তন ঘটবে?
- এক চতুর্থাংশ
- অর্ধেক
- দ্বিগুণ
- চারগুণ
8243. নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত হয়?
- ব্যাটারি
- ভোল্টমিটার
- অ্যামিটার
- গ্যালভানোমিটার
8244. যে তড়িৎ প্রবাহ সব সময় িএকই দিকে প্রবাহিত হয় তাকে কী বলে?
- সমপ্রবাহ
- পরিবর্তী প্রবাহ
- পর্যাবৃত্ত প্রবাহ
- দ্বিমুখী প্রবাহ
8245. বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কত বার দিক পরিবর্তন করে?
- 50
- 60
- 100
- 500
8246. কোনটির সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়?
- ভোল্টমিটার
- অ্যামিটার
- পটেনশিওমিটার
- গ্যালভানোমিটার
8247. কোনটি রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
- অ্যামিটার
- থার্মোমিটার
- ভোল্টমিটার
- পটেনশিওমিটার
8248. যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা হয় তাকে কী বলে?
- অ্যামিটার
- ফিউজ
- ভোল্টমিটার
- গ্যালভানোমিটার
8249. তড়িৎ প্রবাহের প্রকারভেদ হলো-
- পর্যাবৃত্ত প্রবাহ
- সমপ্রবাহ
- পরবর্তী প্রবাহ
A,B,C
8250. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস-
- জেনারেটর
- ট্রান্সমিটার
- পাওয়ার প্ল্যান্ট
- ব্যাটারি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বর্তনী-ও-চলবিদ্যুৎ - জেএসসি-বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 825"