ফেসবুক গ্রুপ হতে পারে আপনার সকল সমস্যা সমাধানের মাধ্যম

মাত্র ২০০৪ সালে খামখেয়ালী ভাবে শুরু করা ফেসবুক আজ সারা বিশ্বে আলোড়িত একটি পোর্টাল, ফেসবুক আসার আগে কেউ ভাবেনি এমন একটি মাধ্যম থাকবে, যেটি যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল সামাজিকতাকে এবং কাছের মানুষদেরকে এত কাছাকাছি রাখবে প্রতি মুর্হুতে।
শুধু তাই নয়, ফেসবুকের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল, রক্তদান, পড়াশুনা সবই করতে পারছি। সবচেয়ে বড় অবদান হলো সোস্যাল এওয়্যারনেস এর ক্ষেত্রে। মানুষ সোস্যাল মিডিয়ার মাধ্যমে এখন প্রতিটি বিষয়ে দ্রুত সচেতন হচ্ছে এবং অন্যদের সর্ম্পকে সহজে জানতে পারছে।
কিন্তু অনেকেই ফেসবুকের এই সকল সুবিধা থেকে বঞ্চিত। মুলত পড়াশুনার জন্য ফেসবুক বড় একটি মাধ্যম বিশেষ করে বিসিএস, এসএসসি (ssc) বা মাধ্যমিকি, এইচ.এস.সির তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক গ্রুপ রয়েছে, যেখানে আপডেট নোটিশ, নিউজ, বিভিন্ন টিউটোরিয়াল পোস্ট করা হয়।
আজ আমরা দেখাবো, ফেসবুকে কিভাবে ফেসবুকে আপনার কাঙ্খিত গ্রুপে যোগ দিয়ে উপরের সুবিধাগুলো পেতে পারেন।
যেমন ধরুন আপনি বাংলাদেশের বিসিএস সর্ম্পকিত গ্রুপগুলোতে যোগ দিতে চান, তাহলে ফেসবুকের উপরে বিসিএস লিখুন। এরপর চিত্রের মত একদম নিচে বিসিএস লেখার জায়গায় ক্লিক করimg
এরপর আপনি নিচের চিত্রের মত দেখবেন, সেখানে একদম ডানপাশে More এ ক্লিক করে ড্রপডাউন থেকে Groups নির্বাচন কর
Screenshot_1এতে আপনার কাঙ্খিত বিষয় বিসিএস সর্ম্পকিত সকল গ্রুপ দেখতে পাবেন। Join বাটনে ক্লিক করে ঔই গ্রুপগুলোতে যোগ দিতে পারবেন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline