
ফাইভার মার্কেটপ্লেসে সফল হতে প্রথমত আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠানো শিখতে হবে।ফাইভার এ বাইয়ার রিকোয়েস্ট লিখার কিছু নিয়মকানুন রয়েছে।
আমরা ফাইভার এ বায়ার রিকোয়েস্টে কি লিখবো এবং ফাইভার এ বায়ার রিকোয়েস্ট কিভাবে লিখবো তার কিছু টিপস ও ট্রিক্স নিচে তা আলোচনা করা হলোঃ
ফাইভার হলো একটি উচু পাহাড়ের মতো। যার প্রথম দিকটা তীক্ষ দাড়ালো আর পিচ্ছিল, কিন্তু উপরের দিকটা খাজে ভরপুর। প্রথম ধাপটা পার হতে হলে আগে ভালো করে জেনেশুনে, বুজে ও শিখে মনে বিশ্বাস রেখে পাড়ি দিতে হবে যে আপনি পারবেন, তবেই উপরে উঠা যাবে। আর উপরে উঠে গেলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবেনা। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে ওনি কখনোই নিরাশ করেন না।
🍁 ফাইভার কপি পেস্ট Cover Letter অবশ্যই নাঃ
প্রথমেই বলে নেই কখনই কপি পেস্ট করবেননা। প্রায় ৫০% Seller ঝটপট কপি পেস্ট করে Cover Letter সেন্ড করে দেন। যার কারনে বায়ার এর রেসপন্স পান না, আর অজুহাত দেখান ৫০০ বায়ার রিকোয়েস্ট সেন্ড করেছি কিন্তু কাজ পাইনা। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখেনতো ৫০০ রিকোয়েস্ট এর মধ্যে কতটি ঠান্ডা মাথায় বুজেশুনে সাজিয়ে পাঠিয়েছেন?
আরে ভাই দেখেন, বুঝেন, জানেন, তারপর উত্তর দেন। আমরা কি কেউ স্কুলে কলেজের পরীক্ষায় প্রতিটা প্রশ্নের উত্তর সেইম লিখতাম? না আমাদের প্রতিটা প্রশ্ন সেইম হতো? অবশ্যই না। তাহলে Freelancing Marketplace এর মধ্যে ওতো Buyer আলাদা, তাদের Requirements ও আলাদা, তাহলে কেন ভাই বার বার একই Buyer Request সেন্ড করবেন।
🍁Project Description টি কমপক্ষে ৩ বার পড়ুনঃ
একজন রিয়েল বায়ার সে কি চায়, কতদিনে চায়, আর কীভাবে চায় সেটা কিন্তু তার Project Description এ বলে দেয়। তাই আপনি প্রথমবার একটু তারাতারি পড়ে নিন সমস্যা নেই কিন্তু ২য় ও ৩য় বার অবশ্যই প্রতিটা লাইন মনযোগ সহকারে আস্তে আস্তে পড়ুন ও বুজুন সে চেয়েছে। কপি পেস্ট করবেন না, প্লিজ কপি পেস্ট করবেন না। শুধুমাত্র বায়ার এর যা ধরকার আপনি সেটা তাকে দিতে পারবেন, এটা আপনার লিখার মাধ্যমে বুজিয়ে দিন।
বায়ার রিকোয়েস্ট থেকে রেসপন্স বা অর্ডার পেতে চাইলে অন্য কোন বিকল্প নেই , আপনাকে অবশ্যই বায়ার এর দেওয়া Description টি ভালো করে বুঝে পড়তে হবে ও রিকোয়েস্ট পাঠাতে হবে।
🍁Cover Letter বা Buyer Request সহজ সাবলীল ভাষায় লিখেনঃ
আমাদের বায়ার রিকোয়েস্ট কিভাবে শুরু হয় তা বলে নেই,
“Hi I am Johir and I have 7 years experience about this section then lots of sentence and… বা আরো কতকিছু। বলেন তো সত্যি কি না? আসলেই কি এমন হওয়া উচিত ছিল? না কখনোই না। তাহলে কেমন হওয়া উচিত ছিল? Buyer Request লিখার সময় সুন্দর ও সাবলীল ভাষায় তার টপিক দিয়ে শুরু করুন আপনার রিকোয়েস্টের প্রথম সেন্টেন্সে আশ্বস্ত করুন যে আপনি তার দেওয়া Description টি পড়েছেন এবং আপনি তার Requirements অনুযায়ী কাজ টি করে দিতে পারবেন।
🍁কভার লেটারে কিছু প্রশ্ন রাখুন :
আপনি যখন কভার লেটার লিখছেন তখন মাঝে মাঝে Buyer কে তার টপিক এর উপর কিছু প্রশ্ন করুন। যদি প্রশ্ন করেন তাহলে বায়ার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলেও রেসপন্স করবে। আর যদি রেসপন্স করে তাহলে ব্যস। বায়ার আপনাকে রেসপন্স করা মানে আপনি কাজটি পাওয়ার জন্য আরো ৩০% এগিয়ে গেলেন। তাই বায়ার কে প্রশ্ন করতে শিখুন, রিজন দাড় করান আপনার সাথে কথা বলার, আপনাকে রেসপন্স করার।
🍁Cover Letter কে Short & Sweet করুন :
রচনা লিখার দরকার নেই। সে যা চায় কভার লেটারে তা নিয়েই লিখুন, এক্সট্রা কিছু লিখার দরকার নেই। এমন ভাবে লিখুন বায়ার যেন আপনার দেওয়া লেটার টি ১ মিনিটে পড়ে শেষ করতে পারে। কিছু প্রশ্ন ছেড়ে যান তার জন্য, তাহলে দেখবেন আপনার কাভার লেটার টা অন্যদের চেয়ে আলাদা ও হবে এবং বায়ারও রেসপন্স করবে।
🍁আপনি এখন ফ্রি আছেন তার কাজের জন্য :
বেশিরভাগ Buyer জব পোস্ট করার পর সে কিন্তু কিছুটা সময় অনলাইনেই থাকে। কারন সে মনে করে কিছুক্ষনের মধ্যে যদি মন মত কাউকে পায় তাহলে হায়ার করে অফলাইনে যাবে। এবার আপনি যদি আপনার Cover Letter এ উল্লেখ করেন যে, আমি এখন আপনার কাজ টা শুরু করতে পারবো
আমার কাজটি অন্য সবার থেকে আলাদা হবে। এই কথাগুলো Cover Letter এর শেষ লাইনে বলতে পারেন তাহলে Letter টি অন্যদের থেকে কিছুটা আলাদা লাগবে। এভাবে লিখলে দেখবেন বায়ার রেসপন্স করবে, যে আচ্ছা ছেলেটা/মেয়েটার সাথে কথা বলে দেখি যদি ভালো লাগে তাহলে হায়ার করে নেব। আরে ভাই বায়ার এর জায়গায় নিজেকে বসিয়ে দেখেন আপনিও কিন্তু এরকমই করতেন।
🍁Price দেখে Buyer Request পাঠান :
সব জায়গার মধ্যেই কিছু আবর্জনা থাকবেই এটা স্বাভাবিক। সিম্পল এখন বায়ার রিকোয়েস্ট সেকশনে ও থাকবে। কেউ যদি ওয়েবসাইট ডিজাইন ৫ ডলার এ করার জন্য রিকোয়েস্ট করে আপনি যদি ওইখানে ও বিড করেন ৫ ডলার এ করে দিবেন বলে। তাহলে আপনি এখানে থাকবেন কেন ভাই আপনাকে আমরা সবাই ধরে মিউজিয়াম এ রেখে আসবো। আপনি যে কাজের যে মার্কেট ভ্যালু ওই মার্কেট ভ্যালু মাথায় রেখে প্রাইজ দিবেন,
এভাবে নিয়মকানুন মানলে অবশ্যই সফল হবেন। শুভ কামনা রইল।