১. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – ১ম চন্দ্রগুপ্ত ( শ্রী গুপ্ত )
২. গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী ছিল – ৩২০-৫৫০ খ্রিঃ
৩. গুপ্ত সাম্রাজ্যের গোড়া পওন হয় – ৩২০ খ্রিঃ
৪. বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন – লক্ষন সেন
৫. সেন বংশের সর্বশেষ রাজা – লক্ষন সেন
৬. সেন বংশের অবসান ঘটে – এয়োদশ শতকে
৭. লক্ষন সেনের রাজধানী ছিল – গৌড় ও নদীয়ায়
৮. সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী ছিল – লক্ষন সেন
৯. কৌলিন্য প্রথার প্রবর্তক – বল্লাল সেন
১০. বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল – ঢাকা জেলার বিক্রমপুর ( রামপালা )
১১. বিজয় সেনের রাজত্বকাল স্থায়ী ছিল – ১০৯৮-১১৬০ খ্রিঃ
১২. দেবপর্বত অবস্থিত – কুমিল্লার ময়নামতি পাহাডের দক্ষিনাংশে
১৩. সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা – সামন্ত সেন
১৪. বেদ রাজবংশের রাজাদের রাজধানী ছিল – দেব পর্বত
১৫. শ্রীচন্দ্র এর রাজত্বকাল ছিল – ৯৩০-৯৭৫ খ্রীঃ
১৬. পরমেশ্বর , পরম ভট্রারক , মহারাজাধিরাজ উপাধী ছিল – শ্রীচন্দ্রের
১৭. চন্দ্র বংশের প্রথম শক্তিশালী রাজা – এৈলোক্যচন্দ্র
১৮. চন্দ্র বংশের শাসনকাল স্থায়ী ছিল – ১০ম-১১শ শতক
১৯. পাল সাম্রাজ্যের বিলুপ্ত ঘটে – ১১২৪ খ্রীঃ
২০. ফা হিয়েন ভারতবর্ষে অবস্থান করেন – ৩ বছর